AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lata Mangeshkar Death: ওঁনার দেহ হয় তো চলে গিয়েছে, কিন্তু তাঁর কর্ম রয়ে যাবে : মাধবী মুখোপাধ্যায়

আমার বহু বহু ছবিতে গান গেয়েছেন তিনি। তাঁর বহু গানে আমি লিপ দিয়েছি। সে এক পরম প্রাপ্তি।

Lata Mangeshkar Death: ওঁনার দেহ হয় তো চলে গিয়েছে, কিন্তু তাঁর কর্ম রয়ে যাবে : মাধবী মুখোপাধ্যায়
গ্রাফিক্স-অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 8:26 PM
Share

বড্ড কষ্ট হচ্ছে। এক সরস্বতী অসুস্থ, আর অন্য সরস্বতী চলেই গেলেন। ফোন তুলে ধরা গলায় এমন কথাই শোনা গেল। মাধবী মুখোপাধ্যায়ের বহু বহু সিনেমায় কন্ঠ দিয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী।

তাঁর কথায়, “এই কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই খোঁজ নিচ্ছিলাম। কিছুদিন আগে শুনলাম ভাল আছে। তখন ভাবলাম তাহলে ভাল হয়ে গিয়েছে। তারপর সকালে উঠেই এই ঘটনা। শুনে এত মনটা খারাপ লাগছে। কিচ্ছু ভাল লাগছে না।” তিনি আরও যোগ করেন, “তবে একটা কথা বলব ওঁনার দেহ হয় তো চলে গিয়েছে, তাঁর কর্ম তো রয়ে যাবে। এই কর্মই অমর হয়ে থাকবে। যদি আপনি দেখেন রবীন্দ্রনাথ থেকে শেক্সপিয়ারসহ এমন অনেক বড় মাপের মানুষ যাঁরা চলে গিয়েছেন। কিন্তু তাঁদের কাজ রয়ে গিয়েছে মানুষের মনে। এই কর্মই মানুষকে অমর করে। তাই লতাজিও প্রজন্মের পর প্রজন্মের কাছে অমর হয়ে থাকবেন।”

প্রসঙ্গত তিনি যোগ করেন, “আমার বহু বহু ছবিতে গান গেয়েছেন তিনি। তাঁর বহু গানে আমি লিপ দিয়েছি। সে এক পরম প্রাপ্তি। তার থেকেও বড় পাওয়া ছোটবেলা থেকে ওঁনার গানের ভক্ত আমি। যা প্রতিনিয়ত শুনে বড় হয়েছি। সেই তিনিই আমার জন্য গান গেয়েছেন। আমি ধন্য। আর এই খবরে কিছু খাবার অবস্থায় নেই। না সাক্ষাতের সুযোগ হয়নি। শুনেছি বহু কথা। তার জন্য কোনও আক্ষেপ নেই। তাঁর গানই তো রয়ে যাবে চিরজীবন…”

আরও পড়ুন:Lata Mangeshkar Death: লতাজি এক স্তম্ভ, যাঁর কাছে আমরা সবাই মাথা নত করি: ঋতুপর্ণা সেনগুপ্ত

আরও পড়ুন:Lata Mangeshkar Death: লতা মঙ্গেশকরকে রাজি করা… সে কম বড় চ্যালেঞ্জ নয় : তোচন ঘোষ