Mimi Chakraborty: পায়রাকে চেপে ধরে ব্যথা! মিমিকে কটাক্ষ, নায়িকা যা বললেন…
Mimi Chakraborty: সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলতেই থাকে। বিশেষত যদি সেই মানুষটি তারকা হন তবে সেই মাত্রা বেড়ে যায় বেশ খানিক। এবার কটাক্ষের মুখে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলতেই থাকে। বিশেষত যদি সেই মানুষটি তারকা হন তবে সেই মাত্রা বেড়ে যায় বেশ খানিক। এবার কটাক্ষের মুখে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর অপরাধ, পায়রাকে দু’হাত দিয়ে ধরে ছবি তুলেছেন নায়িকা। কেউ বললেন, ‘কষ্ট দিচ্ছেন’। কেউ বললেন, ” পায়রার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কষ্ট পাচ্ছে।” তবে পায়রার নেপথ্যের কাহিনী যে ঠিক কী? তা জানতে পারলে আবেগঘন হবেন আপনিও। মিমি জানিয়েছেন পাখিটিকে তিনি উদ্ধার করেছিলেন কোনও এক ঝড় বৃষ্টির রাতে। মিমির কথায়, “আমার ছোট্ট সোনা অনেক বড় হয়ে গিয়েছে। ওর মা’কে এক ঝড়-জলের রাতে বাঁচিয়েছিলাম। তখন থেকে ওরা আমাদের বারান্দাতেই থাকে। আমার স্পর্শ ওরা এতটাই চেনে যে আমার থেকে কখনওই পালিয়ে যায় না। যদিও এখন আমি এই জায়গায় খুব একটা আসি না কিন্তু যখনই আসি ওই একই উষ্ণতা আর ভালবাসায় ওরা আমায় ভালবাসা জানায়।” মিমি এও জানিয়েছেন ওরা মোটেও খাঁচাবন্দি নয়। যেমন খুশি ইচ্ছে উড়ে বেড়াতে পারে, যেখানে খুশি যেতেও পারে। পশুপাখি খুবই ভালবাসেন নায়িকা। তাঁর বাড়িতে রয়েছে চারপেয়ে পোষ্য। মাঝেমধ্যেই তাঁদের ছবি শেয়ার করেছেন তিনি। তাঁদের মিষ্টি মুহূর্তে প্লাবিত হয় নেটপাড়া।
কিছু মাস আগেই জন্মদিন গিয়েছে মিমির। ৩৪-এ পা দিয়েছেন তিনি। যদিও এ জন্মদিনে দেশে ছিলেন না তিনি। পালন করেছেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবিও শেয়ার করেছিলেন তিনি। এই কয়টা দিন চুটিয়ে উপভোগ করলেও যাত্রার সবটা মোটেও ভাল হল না তাঁর। বিমান সংস্থার তরফে এই অভিযোগের ভিত্তিতে কখন উত্তর আসে এখন সেটাই দেখার।প্রসঙ্গত, গত বছর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছিল মিমির। যদিও তার মধ্যে হিট তকমা দেওয়া যায়নি। তাঁর অভিনীত ছবি ‘মিনি’ মুক্তি পেয়েছিল গত বছর। ছবিটি ছিল মাসি ও বোনঝির সম্পর্ক নিয়ে। যদিও ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। আগামীতে হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে তাঁর। রয়েছে রাজনীতির গুরু দায়িত্ব। সামনেই নির্বাচন। অভিনয় না রাজনীতি– আপাতত মিমির পাখির চোখ কী হতে চলেছে? উত্তর দেবে সময়।
View this post on Instagram