মিমি চক্রবর্তীর মন জুড়ে রয়েছে শহর তিলোত্তমা। ‘সিটি অফ জয়’ তাঁর সব চাওয়া-পাওয়ার মধ্যে রয়েছে। তিনি যেখানেই যান না কেন কলকাতাকে এতটুকুও হারিয়ে ফেলেননি কখনও। গত কয়েক দিন ধরে কলকাতার বহু জায়গার ছবি দিয়ে চলেছেন সাংসদ-অভিনেত্রী। কয়েকদিন ভিকটোরিয়ার সামনে সবুজ মাঠে বুক ভরে নিশ্বাস নিলেন মিমি। দু’হাত আলদা করে দিয়েছেন দু’পাশে। ব্যাকগ্রাউন্ডে দূরে দেখা যাচ্ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল।
আজ বৃহস্পতিবার এক ছবিতে একেবারে ভিন্ন আমেজে দেখা গেল মিমিকে। সকালের রোদ পড়ছে তাঁক মুখে। আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর মুখশ্রী। বেগুনি রঙের ওড়না এলিয়ে রয়েছে তাঁর গায়ে। পরনে সাদা সালোয়ার। আর সামনে রয়েছে এক ঝাঁক ‘মসক্কলি’! বুঝলেন না? একঝাঁক পায়রা ছড়িয়ে-ছিটিয়ে তাঁর চারপাশে। মিমির ঠোঁটে এক অমলিন হাসি। ক্যাপশনে লিখেছন, ‘মর্নিং মিটস’ জুড়ে দিয়েছেন পাখির ইমোটিকন।
কিছুদিন আগে তাঁর প্রিয় ফল আম নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। মিমির চামচ দিয়ে আম খাওয়া একেবারে পছন্দ নয়। একেবারে আঁটি শুদ্ধু যতটা খাওয়া সম্ভব, ততটাই তিনি খেতে ভালবাসেন। পুরোদস্তুর মেকআপে বসে আম খাচ্ছেন, এমনই একটি ভিডিয়ো মিমি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক এমন, এই ভাবেই আমি আম খাই। আর আপনি?’ সঙ্গে হ্যাশট্যাগে রয়েছে ‘সিক্রেট টু’।