Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monami Ghosh: ‘বাড়িতে খাবার নেই…?’, টুনি লাইটে ‘কামড়’ দিতেই প্রশ্ন মনামীকে

কালিপুজোর দিন মনামীর বাড়িতে লক্ষ্মীপুজো হয়। সেই উপলক্ষেই সেজে ওঠে গোটা বাড়ি। আলোয় ভরে ওঠে চারিপাশ। বাড়ি সাজানোর ছবিই পোস্ট করেছিলেন। সেই পোস্টেই এক টুনিতে কামড় বসানোর পোজ দিতে দেখা যায় তাঁকে।

Monami Ghosh: 'বাড়িতে খাবার নেই...?', টুনি লাইটে 'কামড়' দিতেই প্রশ্ন মনামীকে
মনামী ঘোষ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 2:05 PM

মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। পোস্ট দেওয়া মাত্রই তা ভেসে যায় লাইক কমেন্টেসের বন্যায়। এ হেন মনামীই এবার এক দীপাবলি স্পেশ্যাল ছবি পোস্ট করতেই মজার কমেন্টে ভরিয়ে দিলেন তাঁর অনুরাগীদের একটা অংশ। মনামীর কাছে, ‘তাঁদের প্রশ্ন বাড়িতে খাবার নেই’?

কালিপুজোর দিন মনামীর বাড়িতে লক্ষ্মীপুজো হয়। সেই উপলক্ষেই সেজে ওঠে গোটা বাড়ি। আলোয় ভরে ওঠে চারিপাশ। বাড়ি সাজানোর ছবিই পোস্ট করেছিলেন। সেই পোস্টেই এক টুনিতে কামড় বসানোর পোজ দিতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লেখা ছিল, ‘ভিতরে বাহিরে অন্তরে অন্তরে।’ ওই ছবির কমেন্ট বক্সেই এক নেটিজেন লেখেন, ‘দিদি শেষমেশ টুনি? কেন বাড়িতে খাবার নেই?” আর একজন আবার লেখেন, “যদি কারেন্ট লেগে যায়”? আর একজন রসিক প্রশ্ন, “দিদি টেস্ট কেমন?” মজার কমেন্টে যেমন ভরেসে কমেন্ট বক্স। ঠিক তেমনি অভিনেত্রীর লুক্সও নজর কেড়েছে তাঁদের। অভিনেত্রীকে কমপ্লিমেন্ট দিতেও ভোলেননি তাঁরা।

দিন কয়েক আগেই আরিয়ান যখন হাজতে তখন শাহরুখকে ভালবাসার কথা জানিয়ে ট্রোল হতে হয়েছিল তাঁকে। শাহরুখকে ট্যাগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মনামী লিখেছিলেন, “শাহরুখ তুমি ভারতের গর্ব ছিলে ও সারাজীবন থাকবে। আমরা ভক্তরা তোমায় ভালবাসি। সবসময় ভাল বেসে যাব।” কেউ কেউ যেমন এই কঠিন সময়ে শাহরুখের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে মনামীর সঙ্গেই সহমত হয়েছেন। কেউ কেউ আবার বেশ কড়া ভাষায় বিঁধেছেন মনামীকে। একজন লিখেছেন, “যার ছেলে মাদক নিয়ে থাকে তাকে কী করে মনামী সমর্থন করছেন?” অন্যদিকে নেটিজেনদের অনেকেই বক্তব্য, “আরিয়ান যদি ভুল করেও থেকে থাকেন, তবে শাহরুখকে কেন সেই দোষে দুষ্ট করা হচ্ছে?”
আরিয়ান জামিন পেয়েছেন, শাহরুখের জন্মদিনেও অগণিত ভক্ত ভালবাসা পাঠিয়েছেন, অন্যদিকে মনামীও বাড়ির পুজো নিয়ে সকাল থেকেই ভীষণ ব্যস্ত।

 

 

 মনামীর বাড়িতে লক্ষ্মীপুজো। নিজস্ব চিত্র।