বলিউডের দ্বিতীয় ছবির জন্য তৈরি মুমতাজ, এ বার তিনি ক্রিকেটারের ভূমিকায়

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 23, 2021 | 1:09 PM

মুমতাজ জানান, ডেবিউ ছবি ‘সালা খড়ুস’-এর পর বেশ কিছু অফার পেয়েছিলেন তিনি। কিন্তু কখনও চিত্রনাট্য পছন্দ হয়নি। কখনও বা পারিশ্রমিক নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে একমত হতে পারেননি।

বলিউডের দ্বিতীয় ছবির জন্য তৈরি মুমতাজ, এ বার তিনি ক্রিকেটারের ভূমিকায়
মুমতাজ সরকার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

বলিউডে তাঁর প্রথম ছবি ছিল ‘সালা খড়ুস’। সেখানে একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন মুমতাজ সরকার। এ বার বলিউডে দ্বিতীয় ফিচার ফিল্ম নিয়ে উত্তেজিত মুমতাজ। সেখানে এক ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে বলে TV9 বাংলাকে জানিয়েছেন অভিনেত্রী।

মুমতাজের কথায়, “আমাদের শুটিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউনের জন্য বন্ধ হয়ে যায়। সব কিছু ঠিক থাকলে পরের মাস থেকে ফ্লোরে যাব। মহিলাকেন্দ্রিক ক্রিকেটের ছবি। ক্রিকেটের উপর এই ধরনের ছবি প্রথম। আমার কেরিয়ারে এই ধরনের চরিত্র আগে করিনি।”

মুমতাজ আরও জানান, ডেবিউ ছবি ‘সালা খড়ুস’-এর পর বেশ কিছু অফার পেয়েছিলেন তিনি। কিন্তু কখনও চিত্রনাট্য পছন্দ হয়নি। কখনও বা পারিশ্রমিক নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে একমত হতে পারেননি। ফলে সে সব অফার ফিরিয়ে দিতে হয়েছিল। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই অপেক্ষার ফল মিলেছে। চরিত্র যেমন পছন্দ হয়েছে, তেমনই এই টিমের সঙ্গে কাজ করতে পেরেও তিনি গর্বিত।

নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন? প্রশ্নের উত্তরে মুমতাজ বললেন, “জীবনে ক্রিকেট খেলিনি। ফলে শিখতে হয়েছে। ট্রেনিং হয়েছে মুম্বইতেই। সেটা খুব সহজ ছিল না। আর বাস্তবে যে চরিত্রকে আমি পর্দার তুলে ধরব, সেখান থেকে রেফারেন্স নিয়ে নিজের মতো করে তৈরি হয়েছি।”

আরও পড়ুন, ‘ফেলনা’য় ফিরলেন রূপসা, ফের নেগেটিভ চরিত্র কেন? জানালেন অভিনেত্রী

Next Article