Sreelekha Mitra: প্রিয় পোষ্য নতুন সোফা ছিঁড়েছে, শ্রীলেখাকে ‘কুকুরের মা’ বলে কটাক্ষ; ট্রোলারকে একহাত নিলেন অভিনেত্রীর অনুরাগীরা
Sreelekha Trolled: অনুরাগীদের সঙ্গে মনের দুঃখ শেয়ার করেছেন অভিনেত্রী। তারপরই তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ভিডিয়োতে তাঁকে বকাঝকা করতে দেখা যায় পোষ্য নেকুকে। সেই সঙ্গে অনুরাগীদের সঙ্গে মনের দুঃখ শেয়ার করেছেন অভিনেত্রী। তারপরই তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে।
এই হল সেই নেকু, যাঁকে কিছু ‘মানুষ’ বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল মাস খানেক আগে। এবং তাকে নিজের বাড়িতে সন্তানের মতো প্রতিপালন করছেন শ্রীলেখা। সম্প্রতি একটি নতুন সোফা কিনেছেন অভিনেত্রী। সোফার প্লাসটিকও এখনও খোলা হয়নি পুরোপুরি। সেই সোফাকে ছিঁড়ে ভিতর থেকে স্পঞ্জ বের করে দিয়েছে দস্যি নেকু।
কেবল নেকু নয়, শ্রীলেখার বাড়িতে সারমেয় সংখ্যা চার। চিন্তামণি মিত্র নামের একটি বিগল প্রজাতির সারমেয় আছে তাঁর। আর রয়েছে তিনটি দেশীয় সারমেয় – করণ, আদর এবং এই নেকু। কালো-সাদা রঙের নেকুই সবচেয়ে ছোট এবং দুষ্টু।
সোফা ছিঁড়ে ধরা পড়ে গিয়ে সে মুখ লুকোতেই ব্যস্ত। কিন্তু শ্রীলেখার বকাঝকা থামেই না। এই ভিডিয়ো দেখে একজন ব্যক্তি সরাসরি শ্রীলেখাকে ‘কুকুরের মা’ আখ্য়া দিয়েছেন। সেই কমেন্টের নীচে শ্রীলেখা লিখেছেন, “ঠিক বলেছেন আমি ওদের মা”। তারপর অন্য এক অনুরাগী শ্রীলেখার সমর্থনে লিখেছেন, “দিদি ক্ষতি নেই। লেগ পুল করে কেউ বড় হয় না। আপনার কাজ আপনি করে যান। অনেক ভালবাসা আমার তরফ থেকে।” ট্রোলারকে একহাত নিয়ে অন্য এক অনুরাগী লিখেছেন, “একটা ভাষা লিখতে ৬ মাস লাগে। কিন্তু তার ব্যবহার শিখতে সারা জীবনও কম পরে, সেটা আপনি প্রমাণ করে দিলেন।”