AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Darshana Banik: বিয়ের পর একটাও জামা নেই দর্শনার, বরের পোশাক পরেই ‘পাশবিকতা’ দেখলেন

Sourav-Darshana: তখন অনেক রাত। দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোডের বিলাশবহুল শপিং মলের পার্কিং লটে গাড়ি থামল তাঁদের। গাড়ি থেকে নেমে এলেন সদ্য বিবাহিত দম্পতি সৌরভ দাস এবং দর্শনা বণিক। তারপরই দর্শনা তুলে ধরলেন তাঁর মোবাইলের ক্যামেরা। ভিডিয়ো শুট করতে-করতে বললেন, শ্বশুরবাড়িতে তাঁর একটিও জামা নেই...। তাই শরীর ঢাকতে অন্য উপায় বের করেছেন অভিনেত্রী।

Darshana Banik: বিয়ের পর একটাও জামা নেই দর্শনার, বরের পোশাক পরেই 'পাশবিকতা' দেখলেন
সৌরভ দাস এবং দর্শনা বণিক।
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 11:32 AM
Share

তখন অনেক রাত। দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোডের বিলাশবহুল শপিং মলের পার্কিং লটে গাড়ি থামল তাঁদের। গাড়ি থেকে নেমে এলেন সদ্য বিবাহিত দম্পতি সৌরভ দাস এবং দর্শনা বণিক। তারপরই দর্শনা তুলে ধরলেন তাঁর মোবাইলের ক্যামেরা। ভিডিয়ো শুট করতে-করতে বললেন, শ্বশুরবাড়িতে তাঁর একটিও জামা নেই…। তাই শরীর ঢাকতে অন্য উপায় বের করেছেন অভিনেত্রী।

১৫ তারিখ বিয়ে করেছেন অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক। নতুন দাম্পত্য শুরু হয়েছে তাঁদের। বিয়ের আগে থেকে পরিকল্পনা ছিল রণবীর কাপুর-ববি দেওল অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি দেখতে যাবেন একসঙ্গে। ১ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। ১৫ ডিসেম্বর বিয়ে। ১৫ দিন ধরে নানা ব্যস্ততার কারণে ছবিটা দেখা হয়ে ওঠেনি তাঁদের দু’জনের। ফলে বিয়ে করেই সিনেমা হলে ছুটলেন তারকা স্বামী-স্ত্রী। এবং মাল্টিপ্লেক্সে ঢোকার আগেই দর্শনার আকুতি, একটাও জামা নেই তাঁর।

তা হলে সিনেমা দেখতে কী পরে এসেছিলেন দর্শনা? তিনি পরেছিলেন স্বামী সৌরভ দাসের পোশাক। দর্শনা সেই রিল ভিডিয়োতে জানিয়েছেন, বিয়ের পর বাবার বাড়ি থেকে সৌরভদের বাড়িতে (শ্বশুরবাড়ি) আসার সময় তিনি মূলত সুটকেসে করে এনেছিলেন শাড়ি। বাইরে পরে বেরনোর জন্য কোনও জামা তিনি আনেননি। জানিয়েছেন, ভুলে গিয়েছেন। তাই সেগুলো সব বাবার বাড়িতেই আছে। বিয়ের তিনদিন পরই বাবার বাড়িতে অষ্টমঙ্গলায় যাবেন তিনি এবং সৌরভ। শ্বশুরবাড়িতে তাই সিনেমা দেখতে যাওয়ার সময় তিনি স্বামী সৌরভেরই পোশাক পরেছেন।

২০১৬ সালে মা পূর্বা বণিককে ক্যানসারের কারণে হারিয়েছিলেন দর্শনা। সেই থেকে বাবা তারকনাথ বণিকই তাঁর মা-বাবা সব। বিয়ের পরও দর্শনা বাবার কাছে গিয়ে থাকবেন সপ্তাহে দু’-তিনদিন। ফলে বাক্স ভর্তি করে বরাবরের মতো সবকিছু গুছিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেননি অভিনেত্রী।