Nusrat Jahan and Yash Dasgupta: একসঙ্গে কলকাতা ছাড়লেন যশ-নুসরত, কোথায় গেলেন যুগলে?

Nusrat Jahan and Yash Dasgupta: অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক, ঈশানের মা হওয়া- এক লহমায় বদলে দিয়েছে নুসরতের জীবন। প্রেগন্যান্সি পিরিয়ডে ক্রমাগত ট্রোলের শিকার হয়েছেন। তা পাত্তা না দিয়ে নিজের কায়দায় সামলেছেন।

Nusrat Jahan and Yash Dasgupta: একসঙ্গে কলকাতা ছাড়লেন যশ-নুসরত, কোথায় গেলেন যুগলে?
যশ এবং নুসরত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 8:05 PM

তাঁদের সম্পর্ক নিয়ে আর কোনও লুকোচুরি নেই। তাঁরা অর্থাৎ নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। তবে ঈশানের জন্মের পর এই প্রথম একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করলেন নুসরত। বিমানবন্দরের টুকরো মুহূর্ত তুলে ধরেছেন তিনি। তাঁরা যে শহর ছেড়েছেন, এ একপ্রকার নিশ্চিত। তবে এই সফরে ছেলেও নুসরতের সঙ্গী কি না, তার কোনও আভাস তিনি দেননি।

শোনা যাচ্ছে, শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘চিনেবাদাম’ ছবির শুটিংয়ে কাশ্মীরে গিয়েছেন যশ। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন এনা সাহা। নুসরত এই ছবিতে নেই। কিন্তু যশের সঙ্গে ছুটি কাটাতেই তিনি সঙ্গী হয়েছেন বলে মনে করছেন অনুরাগীরা। যদিও এ নিয়ে যশ বা নুসরত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক, ঈশানের মা হওয়া- এক লহমায় বদলে দিয়েছে নুসরতের জীবন। প্রেগন্যান্সি পিরিয়ডে ক্রমাগত ট্রোলের শিকার হয়েছেন। তা পাত্তা না দিয়ে নিজের কায়দায় সামলেছেন। কয়েকদিন আগেই জন্মদিন ছিল যশের। সোশ্যাল ওয়ালে ভালবাসার ইমোজি দিয়ে যশকে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত। পরে কেকের ছবি শেয়ার করেন নুসরত। সেই কেকে লেখা ছিল যশের নামের আদ্যক্ষর ওয়াই এবং ডি। এখানেই শেষ নয়, লেখা ছিল ‘হাজব্যান্ড’। তার নিচে লেখা ছিল ‘ড্যাড’। যশ বাবা হয়েছেন কিছু দিন আগে। ছেলে ঈশানের জন্মের শংসাপত্রে তাঁরই নাম। কিন্তু ‘স্বামী’? প্রশ্ন উঠেছে তবে কি চুপিসারেই বিয়ে করে নিয়েছেন নুসরত ও তিনি?

Nusrat-Post

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিনশট।

গত ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’। নুসরতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান জন্মানোর পর যশ জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত ভাল আছে। হাসপাতালে ছিলেন নুসরতের পরিবারের সদস্যরাও। ঈশানের জন্মের শংসাপত্র দিন কয়েক আগেই প্রকাশ্যে আসে। সেখানেও বাবার নামের জায়গায় লেখা ছিল যশ দাশগুপ্তর নাম।

Nusrat-Jahan-Post

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিনশট।

নুসরত মা হওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে পিছপা হননি ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈন। নুসরতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। মা এবং সন্তানকে তিনি দেখতে যাবেন না বলেছেন ঠিকই, কিন্তু নুসরতের সন্তানের মঙ্গল কামনা করেছেন নিখিল। এর আগে নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।

আরও পড়ুন, Samantha ruth prabhu: দাম্পত্য বিচ্ছেদের পর বেড়াতে গেলেন সামান্থা, সঙ্গে কে?