Nusrat Jahan: কাকে ‘বিস্ট’ বললেন নুসরত? ফের ট্রোলের শিকার অভিনেত্রী-সাংসদ

ট্রোলাররা পোষ্যর চেহারার সঙ্গে নুসরতের চেহারার তুলনা করতেও ছাড়েননি।

Nusrat Jahan: কাকে বিস্ট বললেন নুসরত? ফের ট্রোলের শিকার অভিনেত্রী-সাংসদ
নুসরত জাহান

| Edited By: Sneha Sengupta

Dec 11, 2021 | 12:09 PM

পোষ্যর সঙ্গে ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। একটি নয় একাধিক ছবি করেছেন পোস্ট। ক্যাপশনে লিখেছেন, “বিউটি অ্যান্ড দ্য বিস্ট”। এর পরই ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কেউ কেউ তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ আবার দিয়েছেন বাহবাও।

সকালের আমেজ। এক্সারসাইজ় করার পোশাক পরে প্রিয় পোষ্যর সঙ্গে মন খুলে ছবি তুলেছেন। ছবি আলো করে রয়েছে পোষ্য়ই। তা দেখে ও নুসরতের কমেন্ট পড়ে একজন লিখেছেন, “মুখটা অনেকটা আপনার মতো।” সরাসরি পোষ্যর চেহারার সঙ্গে তুলনা করেছেন নুসরতকে। সেই ব্যক্তির কমেন্টের তলায় একজন লিখেছেন, “এবার প্রশ্ন হল কে ‘বিস্ট’?”

বিষয়টা সেখানেই থেমে থাকেনি। সেই মন্তব্যের নীচে অন্যজনের মন্তব্য, “সুন্দর, অর্থাৎ ‘বিউটি’ কুকুরটিই।” পালটা মন্তব্যে সমর্থন জানিয়েছেন আগের ‘কমেন্ট’কারী। হয়তো বলতে চেয়েছেন নুসরতই ‘বিস্ট’।

এর মধ্যে এক ব্যক্তি প্রশংসা করেছেন নুসরতের রূপের। লিখেছেন, “জীবন তো সুন্দর আপনার হাসি পেয়ে। যদি আপনার মাঝে থাকা সৌন্দর্যকে ছুঁতে পারতাম। হৃদয়ে শতটি পদ্মফুল আপনার সৌন্দর্যের মায়া। কাঁদছে শুধু তাদের আপনার দেখা নেই বলে…”

পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করার বিষয়টিতেও ধর্ম টেনে এনেছেন অন্য এক নেটিজ়েন। বলেছেন, ইসলাম ধর্মে সারমেয় প্রতিপালনের অনুমতি নেই। আরও অনেক কটুক্তি ভেসে এসেছে নুসরতের এই পোস্টে।

তবে প্রতিবারের মতো এবারও এই ট্রোলকে পাত্তা দিচ্ছেন না নুসরত। গোটা বিষয়টিকেই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন আশা করা যায়। কিছুদিন আগে যশের সঙ্গে সময় মিলিয়ে, একই দেখতে কালো রঙের হুডি পরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী- সাংসদ।

আরও পড়ুন: Nusrat-Yash: হুবহু একই সময়ে, একই কালো হুডিতে হাজির হয়ে কী বার্তা দিলেন ‘যশরত’?