দিন কয়েক আগেই মা হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন ঈশান। ধীরে ধীরে পুরনো রুটিনে ফিরছেন তিনি। কিছুদিন আগেই একটি সালোঁর উদ্বোধনে গিয়েছিলেন। শারীরিক ভাবে আরও একটু সুস্থ হলে নিজের কেন্দ্র বসিরহাটেও যাবেন। অভিনয় পেশার অঙ্গ হিসেবে ফটোশুটও শুরু করেছেন। আর সেখানেই ‘ভিটামিন বি থ্রি’র সন্ধান দিলেন।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের ফটোশুটের ছবি শেয়ার করেছেন নুসরত। ক্যাপশনে লিখেছেন ‘অন ভিটামিন বি থ্রি’। এই তিনটে ‘বি’-এর অর্থ নুসরতের কাছে বিউটিফুল, ব্রিলিয়ান্ট এবং ব্রেভ। নুসরত যে সুন্দরী, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বুদ্ধিমত্তার মিশেলে সৌন্দর্যের অধিকারী তিনি। আর সাহস তো তাঁর রয়েইছে। যে ভাবে প্রেগন্যান্সি পিরিয়ডে ট্রোলিং সামলেছেন, যে ভাবে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে ভাবে সব বাধা পেরিয়ে ছেলেকে বড় করার কাজ করছেন, তাতে তাঁর সাহসের পরিচয় পেয়েছেন অনুরাগীরা। এই তিন ‘বি’-এখন নুসরতের পছন্দের ভিটামিন।
নুসরতের সন্তানের বাবা কে? শেষ কয়েক মাসে ঘুরে ফিরে আসছিল এই একটাই প্রশ্ন। জুন মাসের গোড়ার দিকে সামনে আসে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের মা হওয়ার খবর। আর তারপর থেকেই তৈরি হয় ধোঁয়াশা। শুরু হয় ফিসফিস, গুনগুন। কিন্তু এত কিছুর মধ্যেও মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। অবশেষে প্রকাশ্যে এল সত্যি। TV9 বাংলার কাছে আগেই এসে পৌঁছেছে এক্সক্লুসিভ তথ্য। হাতে এসেছে ঈশানের জন্মের শংসাপত্র। যেখানে বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা দেবাশিস দাশগুপ্ত । দেবাশিস ওরফে যশ দাশগুপ্ত। ঈশানের পদবীতে লেখা জে দাশগুপ্ত। ঈশানের সম্পুর্ণ নাম ঈশান জে দাশগুপ্ত। তার মানে প্রশ্ন উঠছে ঈশান জাহান দাশগুপ্ত? অর্থাৎ বাবা এবং মা দুজনের পদবীই ব্যবহার করবে ঈশান? কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে নুসরতের বক্তব্যে কিছুটা হলেও কেটেছিল ধোঁয়াশা। নুসরত বলেছিলেন, “বাবা জানে,বাবা কে।” তাতেও অবশ্য গুঞ্জন থামেনি। বরং জন্ম নিয়েছিল আরও কিছু প্রশ্নের। এর মধ্যে কলকাতা পুরসভায় একসঙ্গে গিয়েছিলেন নুসরত এবং যশ। সেখানে ছেলের জন্মের শংসাপত্র সংক্রান্ত কাজের পাশাপাশি করোনার ভ্যাকসিনও নিয়েছেন তাঁরা।
এ সবের মাঝে নুসরতকে অভিনন্দন জানাতে পিছপা হননি নিখিল জৈন। নুসরতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। মা এবং সন্তানকে তিনি দেখতে যাবেন না বলেছেন ঠিকই, কিন্তু নুসরতের সন্তানের মঙ্গল কামনা করেছেন নিখিল। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।
আরও পড়ুন, ‘সাড়ে সাঁইত্রিশ’, ভবিষ্যতের গল্প বলবেন সৌরভ, সঙ্গী কারা?