Nusrat jahan: ‘গ্লো’ করছেন নুসরত! কমলা রঙের আভায় আরও উজ্জ্বল ‘উড বি মাদার’

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 19, 2021 | 1:34 PM

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন।

Nusrat jahan: গ্লো করছেন নুসরত! কমলা রঙের আভায় আরও উজ্জ্বল উড বি মাদার
নুসরত।

Follow Us

ব্যাকগ্রাউন্ডের কমলা রং গাঢ় হয়ে আসছে। আর নায়িকা-সাংসদ সেই রঙের সঙ্গে মিল রেখে পরে আছেন অফ-শোল্ডার কমলা টপ। কোনও ছবিতে চুল উড়ছে হাওয়ায় তো কোনওটাতে একেবারে আনমনে তাকিয়ে আছেন অন্য কোথাও। ফোটোশুটের এমন তিন ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বেশ ’উজ্জ্বল’ হয়ে উঠেছেন নুসরত জাহান। ছবির ক্যাপশনেও রয়েছে চমক। নুসরত লিখেছেন,’ আশা করি সবার সময় আমার আভার মতো উজ্জ্বল’।

নুসরত মা হলে চলেছেন। কিছুদিন আগে মাতৃত্বের উজ্জ্বলতা তাঁর ছবিতে ধরা পড়েছিল। তা দেখে একজন কমেন্টে লেখেন, ‘তুমি গ্লো করছো’। নুসরত পাল্টা লেখেন থ্যাঙ্ক ইউ।

 

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। যদিও তা নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। এ দিনও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুন রাম থেকে রনিত… ছোট পর্দার এই সব অভিনেতার গাড়ির দাম শুনলে চমকে যাবেন!

Next Article