AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাম থেকে রনিত… ছোট পর্দার এই সব অভিনেতার গাড়ির দাম শুনলে চমকে যাবেন!

এক ঝলকে দেখে নেওয়া যাক ছোট পর্দার এমন কিছু অভিনেতাকে যাঁদের ঝুলিতে রয়েছে দামি দামি গাড়ির সমাহার।

| Edited By: | Updated on: Jul 19, 2021 | 2:18 PM
Share
দীপিকা থেকে রণবীর-- বড় পর্দার অভিনেতাদের গাড়ির শখের কথা অজানা নয়, কিন্তু ছোট পর্দার অভিনেতাদেরও যে এই শখ কোনও অংশে কম নয় তা টের পাওয়া যায় তাঁদের গ্যারেজের দিকে নজর দিলেই। এক ঝলকে দেখে নেওয়া যাক ছোট পর্দার এমন কিছু অভিনেতাকে যাঁদের ঝুলিতে রয়েছে দামি দামি গাড়ির সমাহার।

দীপিকা থেকে রণবীর-- বড় পর্দার অভিনেতাদের গাড়ির শখের কথা অজানা নয়, কিন্তু ছোট পর্দার অভিনেতাদেরও যে এই শখ কোনও অংশে কম নয় তা টের পাওয়া যায় তাঁদের গ্যারেজের দিকে নজর দিলেই। এক ঝলকে দেখে নেওয়া যাক ছোট পর্দার এমন কিছু অভিনেতাকে যাঁদের ঝুলিতে রয়েছে দামি দামি গাড়ির সমাহার।

1 / 7
অভিনয় দিয়ে মন জিতেছেন অনেক আগেই। কিন্তু রাম কাপুরের রয়েছে গাড়ির শখ। তাঁর ঝুলিতে রয়েছে দামি পোর্শে গাড়ি। যার বাজারমূল্য ১ কোটি ৮২ লক্ষ টাকা।

অভিনয় দিয়ে মন জিতেছেন অনেক আগেই। কিন্তু রাম কাপুরের রয়েছে গাড়ির শখ। তাঁর ঝুলিতে রয়েছে দামি পোর্শে গাড়ি। যার বাজারমূল্য ১ কোটি ৮২ লক্ষ টাকা।

2 / 7
বিগবসের দৌলতে আসিম রিয়াজকে নিশ্চয়ই এতদিনে চিনে ফেলেছেন। দামি গাড়ি রয়েছে তাঁর কাছেও। বিএমডব্লিউ ৫ সিরিজের এম স্পোর্টস কার রয়েছে তাঁর কাছে। দাম প্রায় ৬৫ লক্ষ।

বিগবসের দৌলতে আসিম রিয়াজকে নিশ্চয়ই এতদিনে চিনে ফেলেছেন। দামি গাড়ি রয়েছে তাঁর কাছেও। বিএমডব্লিউ ৫ সিরিজের এম স্পোর্টস কার রয়েছে তাঁর কাছে। দাম প্রায় ৬৫ লক্ষ।

3 / 7
ছোট পর্দার প্রিয় বউ তিনি। অনেকেই তাঁকে চেনেন অনস্ক্রিন নাম 'সিমর' হিসেবে। তিনি দীপিকা কক্কর। বিএমডব্লিউ ৬ সিরিজের জিটি গাড়ি রয়েছে তাঁর কাছে। এই গাড়ির দাম সাধারণত শুরু হয় ৬৩ লক্ষ ৯০ হাজার টাকা থেকে।

ছোট পর্দার প্রিয় বউ তিনি। অনেকেই তাঁকে চেনেন অনস্ক্রিন নাম 'সিমর' হিসেবে। তিনি দীপিকা কক্কর। বিএমডব্লিউ ৬ সিরিজের জিটি গাড়ি রয়েছে তাঁর কাছে। এই গাড়ির দাম সাধারণত শুরু হয় ৬৩ লক্ষ ৯০ হাজার টাকা থেকে।

4 / 7
ইন্ডাস্ট্রিতে অনেক গুলো বছর কাটিয়ে ফেলেছেন রনিত রায়। উজ্জ্বল হলুদ রঙের অডি রয়েছে তাঁর কাছে।

ইন্ডাস্ট্রিতে অনেক গুলো বছর কাটিয়ে ফেলেছেন রনিত রায়। উজ্জ্বল হলুদ রঙের অডি রয়েছে তাঁর কাছে।

5 / 7
প্রেম থেকে বিতর্ক-- সব সময়েই শিরোনামে থাকেন আলি গোনি। একটি নয়, তাঁর কাছে রয়েছে দু'দুটি দামি গাড়ি। রয়েছে অডি। সম্প্রতি কিনেছেন বিএমডব্লিউ। যার দাম প্রায় ৭৩ লক্ষ টাকা।

প্রেম থেকে বিতর্ক-- সব সময়েই শিরোনামে থাকেন আলি গোনি। একটি নয়, তাঁর কাছে রয়েছে দু'দুটি দামি গাড়ি। রয়েছে অডি। সম্প্রতি কিনেছেন বিএমডব্লিউ। যার দাম প্রায় ৭৩ লক্ষ টাকা।

6 / 7
টিনএজার দের ক্রাশ সিদ্ধার্থ নিগম। দামি গাড়ি রয়েছে তাঁর কাছেও। সম্প্রতি একটি জাগুয়ার কিনেছেন তিনি।

টিনএজার দের ক্রাশ সিদ্ধার্থ নিগম। দামি গাড়ি রয়েছে তাঁর কাছেও। সম্প্রতি একটি জাগুয়ার কিনেছেন তিনি।

7 / 7