হাইনেক পুলওভার। সঙ্গে মভ রঙা লং জ্যাকেট। কানে বড় দুল। চুলে বাঁধা স্কার্ফ সাজে অন্য মাত্রা যোগ করেছে। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ব্যাকগ্রাউন্ডে কাশ্মীর। নিজেকে ভিন্ন রূপে তুলে ধরেছেন তিনি।
নুসরত এবং যশ যে কাশ্মীর গিয়েছেন, সে খবর নতুন নয়। শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনেবাদাম’-এর শুটিংয়ে যশ গিয়েছেন কাশ্মীরে। সঙ্গী নুসরত। এই ছবির প্রযোজক এনা সাহা। তিনিই এই ছবির নায়িকাও বটে। যশ কাজে গেলেও নুসরতের উদ্দেশ্য নেহাতই ছুটি কাটানো। মা হওয়ার পর তাঁর নিজের জন্য এই সময়টা দরকার ছিল বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠরা। নিজেদের এনগেজমেন্ট রিংয়ের ভিডিয়োও কাশ্মীর থেকে শেয়ার করেছেন নুসরত। যদিও তা সরাসরি উল্লেখ করেননি তিনি।
যশের সঙ্গে সম্পর্ক নিয়ে এখন আর কোনও লুকোচুরি নেই নুসরতের। যদিও তাঁরা বিয়ে করেছেন কি না, তা এখনও স্পষ্ট করে জানাননি। ছেলে ঈশান এই সফরে তাঁদের সঙ্গী নয়। ঈশানকে কলকাতায় রেখে ভূস্বর্গে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। যশের ছবি তুলে দিচ্ছেন নুসরত। আবার নায়িকার ছবি তুলে দিচ্ছেন যশ। তাঁদের সোশ্যাল মিডিয়ায় তার সগর্ব ঘোষণা রয়েইছে। নুসরত তাঁর ছবির ক্যাপশনে লিখেছেন, হাত ঠাণ্ডা হলেও হৃদয়ে উষ্ণতা রয়েছে। ব্যক্তি প্রেম, সম্পর্ক, সন্তান সব কিছু নিয়ে চর্চায় থাকা নুসরত এবং যশ নিজেদের শর্তেই জীবন বাঁচেন। তাঁদের ছুটির মুহূর্তের ছবিও এ বার প্রকাশ্যে।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক, ঈশানের মা হওয়া- এক লহমায় বদলে দিয়েছে নুসরতের জীবন। প্রেগন্যান্সি পিরিয়ডে ক্রমাগত ট্রোলের শিকার হয়েছেন। তা পাত্তা না দিয়ে নিজের কায়দায় সামলেছেন। কয়েকদিন আগেই জন্মদিন ছিল যশের। সোশ্যাল ওয়ালে ভালবাসার ইমোজি দিয়ে যশকে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত। পরে কেকের ছবি শেয়ার করেন নুসরত। সেই কেকে লেখা ছিল যশের নামের আদ্যক্ষর ওয়াই এবং ডি। এখানেই শেষ নয়, লেখা ছিল ‘হাজব্যান্ড’। তার নিচে লেখা ছিল ‘ড্যাড’। যশ বাবা হয়েছেন কিছু দিন আগে। ছেলে ঈশানের জন্মের শংসাপত্রে তাঁরই নাম। কিন্তু ‘স্বামী’? প্রশ্ন উঠেছে তবে কি চুপিসারেই বিয়ে করে নিয়েছেন নুসরত ও তিনি?
গত ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’। নুসরতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান জন্মানোর পর যশ জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত ভাল আছে। হাসপাতালে ছিলেন নুসরতের পরিবারের সদস্যরাও। ঈশানের জন্মের শংসাপত্র দিন কয়েক আগেই প্রকাশ্যে আসে। সেখানেও বাবার নামের জায়গায় লেখা ছিল যশ দাশগুপ্তর নাম।
আরও পড়ুন, Kareena Kapoor Khan: বয়স আট মাস, এর মধ্যেই যোগা করতে শিখে গেল করিনার ছোট ছেলে জেহ!