সুখী হলে কি সঠিক হওয়ার সম্ভব নয়? বা সঠিক হলে সুখী? হালফিলে অবশ্য তেমনটাই মনে করছেন অভিনেত্রী নুসরত জাহান। তাঁর সাম্প্রতিক ইনস্টা স্টোরি বলছে সে কথাই।
বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক লাইনের এক কোটেশন শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তিনি লিখেছেন, “হয় তুমি সঠিক হতে পার অথবা তুমি সুখী হতে পার।” আপাতত সুখী এবং সঠিককে একই পঙক্তিতে রাখতে নারাজ অভিনেত্রী।
আরও পড়ুন, সুশান্তের মৃত্যুবার্ষিকীর পরের দিনই বর্তমান প্রেমিকের প্রশংসায় অঙ্কিতা
বিগত বেশ কিছু দিন নুসরত জাহান চর্চায় । চর্চায় তাঁর ব্যক্তিগত জীবনও। তাঁর মা হওয়ার খবর, ‘স্বামী’ নিখিলের সঙ্গে বিয়ে আইনত অস্বীকার, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। যদিও নুসরত চুপ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর বেবিবাম্পের ছবিও। শোনা যাচ্ছে গর্ভবতী অবস্থায় দ্বিতীয় পর্যায় চলছে তাঁর। সেপ্টেম্বরেই আসতে পারে নতুন অতিথি।
নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্যদিকে নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য় পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।
এরই মাঝে তাঁর এই ইনস্টা স্টোরি বিতর্কে যোগ করেছে নতুন মোড়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন সঠিক না সুখী? নুসরত জাহানের বর্তমান অবস্থা এই মুহূর্তে ঠিক কী?