Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oindrila-Trina: প্রতিবেশী হলেও তৃণা বন্ধু নয়, অভিনেত্রীকে নিয়ে বিরক্ত ঐন্দ্রিলা

Oindrila-Trina: তাঁরা ফ্ল্যাটমেটস, একই সঙ্গে থাকেন। তবে এবার তৃণা সাহার উপর বিরক্ত ঐন্দ্রিলা সেন।

Oindrila-Trina: প্রতিবেশী হলেও তৃণা বন্ধু নয়, অভিনেত্রীকে নিয়ে বিরক্ত ঐন্দ্রিলা
অভিনেত্রীকে নিয়ে বিরক্ত ঐন্দ্রিলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 12:17 PM

তাঁরা ফ্ল্যাটমেটস, একই সঙ্গে থাকেন। তবে এবার তৃণা সাহার উপর বিরক্ত ঐন্দ্রিলা সেন। বেশ কিছু বছর বন্ধুত্বের পর তাঁর দাবি, তৃণা মোটেও বন্ধু নন। বরং শত্রু বললেও নাকি কম বলা হবে না। তৃণার একই প্রশ্নে প্রাণ তাঁর ওষ্ঠাগত। ঐন্দ্রিলার শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁর উদ্দেশে তৃণার বার্তা, ১৩ বছর সম্পর্কে থাকার পরেও ঐন্দ্রিলা ও অঙ্কুশ কেন বিয়ে করছেন না? আর এতেই কার্যত বিরক্ত ঐন্দ্রিলা। তৃণার উদ্দেশে তাঁর বার্তা, “এই জন্যই বলে বন্ধুর থেকে শত্রু বানানো অনেক ভাল। এ নাকি বন্ধু! আমি ভাবতে পারছি না আমাদের সঙ্গে এরকমটা ঘটছে”। শুধু কি তৃণা? বিক্রম চট্টোপাধ্যায় থেকে শুরু ‘ইণ্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও ওই একই প্রশ্ন, কেন তাঁরা বিয়ে করছেন না? এত বছর সম্পর্কের পর কী এমন হল যে বিয়েতে নারাজ তাঁরা? দিন দুয়েক আগে এর কারণ ব্যাখ্যা করেছিলেন অঙ্কুশ। লিখেছিলেন, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না”। তবে পাশাপাশি এও লিখেছিলেন, “এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনের এর থেকে বড় উপহার আর কী বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।” এই ‘ব্যক্তিগত’ বলাতেই উত্তেজনার পারদ চড়ছিল তাঁর ভক্তদের মধ্যে। প্রশ্ন জাগছিল, কী হতে চলেছে ওই দিন? অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে এ হেন বিতর্কিত মন্তব্যের নেপথ্যে কি রয়েছে কোনও স্ট্র্যাটেজি?

রয়েছে অবশ্যই। বিয়ে নিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার একের পর এক ভিডিয়ো পোস্ট আদপে ছবির প্রচার। প্রেমেন্দু বিকাশ চাকীর ছবি ‘লাভ ম্যারেজ’-এ একসঙ্গে কাজ করছেন তাঁরা। যা নিয়ে আগামী ১৪ তারিখ হতে পারে ঘোষণা। তার আগেই এ সবই দৃষ্টি আকর্ষণের স্ট্র্যাটেজি বলেই মনে করছেন টলিউড। বলিউড বহু আগেই শুরু করলেও হালফিলে এক নতুন ট্রেন্ডে মেতেছে এই টলিপাড়া। ছবির প্রচারের জন্য তাঁরা সহায়তা নিচ্ছেন নানা ধরনের ‘ট্রিক’-এর। এই যেমন গত সপ্তাহেই মুক্তি পেয়েছে সায়নী ঘোষ ও সোহম চক্রবর্তীর ছবি ‘লাল স্যুটকেসটা দেখেছেন’? ওই ছবির মুক্তির আগেও লাল স্যুটকেস নিয়ে অন্য ধরনের প্রচারে নেমেছিলেন সোহম। আর সোহমের ছবির প্রচারে কিন্তু এক হয়েছিল টলিউড। অঙ্কুশ থেকে শুরু করে শ্রাবন্তী– সকলেই অংশ নিয়েছিলেন তাতে। অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি মুক্তির আগেও দেখা গেল সেই একই দৃশ্য। বাঙালি কাঁকড়ার জাত– এ ধারণাকে নস্যাৎ করে ইন্ডাস্ট্রিতে একে অপরের পাশে দাঁড়ানো কিন্তু নজিরবিহীন। বাংলা ছবির খারাপ সময়ে এই এক হয়ে এগিয়ে আসা কি প্রতিফলিত হবে বক্সঅফিসে? উত্তর দেবে সময়।