শাড়িতেই তিনি অনন্যা। বিধায়ক-অভিনেত্রী জুন মালিয়া মনে করেন, একজন নারীর সৌন্দর্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে শাড়িতেই। জাতীয় হ্যান্ডলুম (তাঁত) দিবসে ভারতের বিভিন্ন রাজ্যের বাহারি শাড়ি ও তার সংরক্ষণ নিয়েই মুখ খুললেন তিনি।
মুগা কাজ করা অসমের বিখ্যাত মুগা শাড়িতে নিজেকে মুড়ে একটি পোস্ট করেছেন জুন। তিনি লিখেছেন, “… বাংলার বালুচরি, অসমের মুগা, উত্তরপ্রদেশের বেনারসী, লেহেরিয়া বাঁধনি রাজস্থানের, তামিলনাড়ুর কাঞ্জিভরম, মধ্যপ্রদেশের চান্দেরি, ওড়িশার সম্বলপুরী… প্রতিটি রাজ্যের আলাদা আলাদা সৃষ্টি রয়েছে।”
তিনি মনে করেন, শাড়ি হল এমন এক পোশাক যা একজন নারীকে একই সঙ্গে ঐতিহ্যবাহী ও ঝলমলে দেখাতে সাহায্য করে। জুনের কথায়, “শাড়ি আমাদের গর্ব…তাই তাঁতিদের সমর্থন ক্রয়া উচিত। তাঁদের পাশে দাঁড়ান উচিত আমাদের। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে এভাবেই।” জুন নিজে যে শাড়িটি পরেছেন তাতেও তিনি অনন্যা। দুই ভুরুর মাঝে লাল টিপ আর শাড়ি জুড়ে মুগার কাজ তাতে যোগ করেছে অন্যমাত্রা। খোলা চুল আরও উজ্জ্বল করেছে তাঁর সৌন্দর্য। কমেন্ট সেকশনেও ভিড় করেছে ভুরি ভুরি তারিফ।
এ বছর বিধানসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন জুন। সেখান থেকে জয়লাভ করেন তিনি। বিধায়ক পদ সামলালেও অভিনয় ছেড়ে দেননি তিনি। দুই দিকই চলছে সম-দক্ষতায়।