উইকিপিডিয়া বলছে অর্জুন চক্রবর্তীর জন্ম ১৯৯০, অর্থাৎ ৯০’জ কিড বলতে যা বোঝায় সেই ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারেন তিনি। আর ৯০’জ কিড মানেই মনে ভিড় করা একরাশ নস্টালজিয়া। যে স্মৃতি হাতড়ে বেড়ান অভিনেতাও। ৯০’জ কিড হিসেবে কী কী জিনিস মিস করেন তিনি? শেয়ার করলেন অর্জুন… দেখে নিন তো আপনার তালিকায় এই পাঁচ জিনিসের মধ্যে একটিও রয়েছে কিনা…!
বুক ক্রিকেট- অ্যাপ স্টোরে ঢুঁ দিলেই খুঁজে পাওয়া যায় এই অ্যাপটি। কিন্তু তখন না ছিল অ্যাপ স্টোর, না ছিল স্মার্ট ফোন। বাইরে বৃষ্টি…মন ভরত বুক ক্রিকেটেই। অর্জুন সেই খেলা মিস করেন আজও…
ব্যাক কভারে লিরিক্স লেখা ক্যাসেট- আপনি যদি ৯০ দশকে জন্ম নিয়ে থাকেন তবে এই জিনিসের সঙ্গে পরিচয় রয়েছে আপনারও। তখন ইউটিউব থেকে গান নামানোর চল ছিল না। ছিল না গানা, উইঙ্কের মতো একগুচ্ছ মিউজিক অ্যাপ-ও। ভরসা ক্যাসেট, তাতে ভেসে আসত প্রিয় গায়কের গান। এক কিল্কেই লিরিক্স দেখার যুগ ছিল না, তাই ভরসা বলতে ক্যাসেটের ব্যাক কভারে লেখা গানের লিরিক্স। এখন সে জমানাও নেই, নেই রাজ্যপাটও।
ভিডিয়ো গেমস- ডিজিটাল দুনিয়ার সঙ্গে মুলাকাতের প্রথম ধাপ ছিল এই ভিডিয়ো গেমস। ৮০’র দশকে জন্ম নেওয়া ব্যক্তি হয়তো এই ভিডিয়ো গেমসের স্বাদ পেয়েছেন অনেক পরে। ৯০’ দশক পেয়েছে। তাঁরা বাইরে গিয়েও খেলেছে আবার বৃষ্টি দিনে লিটল হার্টস খেতে খেতে মুখ গুঁজেছে ভিডিয়ো গেমসে, অর্জুনও অন্যথা নয়।
অলিগলিতে ক্রিকেট খেলা- চারিদিকে হাইরাইজের ভিড়ে মাঠ হারাচ্ছে। রুফটকে ক্রিকেট খেলা হয় এখন। কাদা মেখে গলি ক্রিকেট– অর্জুন খেলেছেন, আর আপনি?
ক্রিকেট/ডব্লু ডব্লু ই ট্রাম্প কার্ড– ‘এ স্বাদের ভাগ হবে না’– নামে যেমন ট্রাম্প কার্ড, কাজেও তেমন, টাকাকড়ি নয়, ৯০ দশকের ছেলে মেয়েদের কাছেই এই ছিল আসল ঐশ্বর্য। অর্জুনের ক্ষেত্রেও যে চিত্রটা একই রকম, জানাচ্ছেন অভিনেতা নিজেই।
অর্জুনের মিস করার পাঁচ জিনিস তো দেখলেন , আপনার সঙ্গে মিলল কি?