Tolly Gossip: ‘অনেক কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আমি…’, অবশেষে নীরবতা ভাঙলেন পিয়া

Tolly Gossip: পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করার পর থেকেই একের পর এক ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে। তিনি অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপম ও পরমব্রত প্রাক্তন বন্ধু। আর সেই কারণে সাধারণের রোষানলে পিয়া। তাঁর চরিত্রের কাটাছেঁড়া থেকে শুরু করে অকথ্য গালাগাল বাদ যাচ্ছে না কিছুই।

Tolly Gossip: 'অনেক কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আমি...', অবশেষে নীরবতা ভাঙলেন পিয়া
পরম-পিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 6:31 PM

পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করার পর থেকেই একের পর এক ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে। তিনি অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপম ও পরমব্রত প্রাক্তন বন্ধু। আর সেই কারণে সাধারণের রোষানলে পিয়া। তাঁর চরিত্রের কাটাছেঁড়া থেকে শুরু করে অকথ্য গালাগাল বাদ যাচ্ছে না কিছুই। বিয়ের পর থেকে চুপই ছিলেন। কটাক্ষ নিয়ে মুখ খোলেননি। তবে অবশেষে কার্যত বাধ্য হয়েই ‘টক্সিসিটি’ নিয়ে সরব পিয়া।

সামাজিক মাধ্যমে সেলেব পত্নীরা লাগাতার ট্রোল হচ্ছেন দেখে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী একটি পোস্ট করেছিলেন। তিনি লেখেন, “আমার বিয়ের ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না কোনও এক তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয়, তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতে হবেই। সব কিছু নিঁখুত-সুন্দর হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।”

ওই পোস্টের কমেন্টেই চুপ থাকেননিপিয়া। করেছেন প্রতিবাদ। লেখেন, “শোনো ট্রোলিং অত্যন্ত টক্সিক। তবে একটা জিনিস তুমিও জানো আর আমি বুঝেছি সময়ের সঙ্গে। নিজের অন্তর্জগৎটা বা ইনার সারকেলটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে— এই সবগুলো কেমন ধুলোর মতো মিলিয়ে যায়। তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেকগুলি কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আমি এতে উপলব্ধ হয়েছি।” ট্রোলিং, কটাক্ষ নিয়ে মন খারাপ হলেও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। বিয়ে করেছেন সদ্য। সদ্য হয়েছে অস্ত্রোপচারও। বাড়ি ফিরেছেন, রয়েছেন বিশ্রামে।