পরিচালক রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকারের পরিচালনায় ‘আবার বসন্ত বিলাপ’, ‘৬১নং গড়পার লেন’ ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। তাই এই দুয়ের পরিচালনাতে যে এক ছকভাঙা গল্পের স্বাদ মিলবে, তা বলাই বাহুল্য, পারিবারিক, অথচ গভীর ক্ষতে জড়িয়ে থাকা সম্পর্কের ওঠানামা ঘিরে এবার তৈরি হতে চলেছে ‘সার্কাসের ঘোড়া’। এই জুটির নতুন ছবিতেই এবার একগুচ্ছ টলি-সেলেব। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা।
গল্পের কেন্দ্রে রয়েছেন মানিকবাবু, তিনি একজন প্রাক্তন আর্মি অফিসার, স্ত্রীকে নিয়ে কলকাতায় বাস, নিজের বলতে রয়েছে এক পুত্রসন্তান মাত্র। তবে সময়ের সঙ্গে সে সব সম্পর্কের সমীকরণই পাল্টে যেতে থাকে, পাল্টে যায় মানিকবাবুর পরিবারের স্বরূপও, সবটাই সোশ্যাল মিডিয়ার আশ্রয়ে মাথা গোঁজে। সেই অভাবপূরণে ঠাঁই পায় তাতাই, তবে সব সম্পর্কের শূণ্যস্থান কি পূরণ করতে! এমনই গল্পে এবার আসতে চলেছে নতুন ছবি ‘সার্কাসের ঘোড়া’। ছবিটি প্রযোজনা করছেন শ্রায়ামিত ফিল্মস প্রাইভেট লিমিটেড এর কর্ণধার দেবাশীষ ঘোষ।
টলিউডে একের পর এক ছবির কাজে ব্যস্ত বিভিন্ন পরিচালক থেকে প্রযোজক সংস্থা। করোনা পরিস্থিতির পর হাতে জমে থাকা একাধিক ছবি নিয়ে এবার তৎপর সিনেদুনিয়া। মুক্তির অপেক্ষায় পলক গুনছে একাধিক ছবি, তারই মাঝে পাল্লা দিয়ে বাংলা ছবির জগতেও শুরু হয়ে গিয়েছে কাজ। সেই তালিকায় এবার ‘সার্কাসের ঘোড়া’, দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালকদ্বয়। আবারও নতুন ভুমিকাতে পরাণ বন্দ্যোপাধ্যায়, টনিকের পর আবারও পারিবারিক বার্ধক্যের নয়া ইস্যু ভিত্তিক ছবিতে তাঁর উপস্থিতি। বিপরীতে অভিনয়ে লিলি চক্রবর্তী, গ্রীষ্মের ছুটিদের দর্শকদের জন্য উপহারে আসছে ছবি।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা