ফাদার্স ডে-তে নিজের বাবা নন, অন্য এক বাবার কথা মনে পড়ল পাভেলের

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 20, 2021 | 4:34 PM

গত মাসেই পাভেলের আসন্ন ছবি ‘মন খারাপ’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে সে ছবির শুটিং পিছিয়ে গিয়েছে।

ফাদার্স ডে-তে নিজের বাবা নন, অন্য এক বাবার কথা মনে পড়ল পাভেলের
পাভেল। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

ফাদার্স ডে। অর্থাৎ বাবা দিবস। বছরের বিভিন্ন দিন এ হেন বিভিন্ন দিবস পালিত হয়। সোশ্যাল ওয়ালে বাবার ছবি শেয়ার করে, বাবার কথা শেয়ার করে সেলিব্রেশনে মেতেছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ- সকলেই। ব্যতিক্রমী নন পরিচালক পাভেলও। তবে এই বিশেষ দিনে নিজের বাবা নন, অন্য এক বাবার কথা মনে পড়ল তাঁর।

সোশ্যাল ওয়ালে পাভেল লিখেছেন, ‘আজ বিশ্ব বাবা দিবস নাকি! যাদের বাবা থাকে না তাদেরও বাবার কনসেপ্ট থাকে। A person can die but a concept is immortal. সব ভালো বাবার কনসেপ্ট আমার হোক। গোটা দেশের বাবাকে (গান্ধীজী) মনে পড়ে গেল আবার।’

২০১৫-এ মুক্তি পেয়েছিল পাভেলের প্রথম ছবি ‘বাবার নাম গান্ধীজী’। বিষয়ের অভিনবত্ব চোখে পড়েছিল সকলের। ডেবিউ পরিচালক হিসেবে নিজের মুন্সিয়ানারও পরিচয় দিয়েছিলেন তিনি। আজ বিশেষ দিনে সেই ছবির স্মৃতিচারণা করলেন পরিচালক।

গত মাসেই পাভেলের আসন্ন ছবি ‘মন খারাপ’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে সে ছবির শুটিং পিছিয়ে গিয়েছে। ‘মন খারাপ’-এ অঙ্কুশ, ঋদ্ধি সেন, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, অবন্তিকা, প্রিয়াঙ্কা রতি পালের মতো শিল্পীরা অভিনয় করছেন। পরিচালক আগেই জানান, লকডাউন ওঠার ১৫-২০ দিনের মধ্যেই শুটিং শুরু করবেন। ইতিমধ্যেই পরের ছবির পরিকল্পনাও করে ফেলেছেন। সেখানে দিতিপ্রিয়া রায়কে নিয়ে কাজ করবেন। পাশাপাশি লকডাউনে স্পোর্টস নিয়ে চিত্রনাট্য লেখার কাজও চলছে তাঁর।

আরও পড়ুন, শ্রীরূপা, রেণু এবং ডলির ‘গুলদস্তা’ এ বার ওটিটি প্ল্যাটফর্মে

Next Article