Hawa Bangladeshi Movie: নন্দনে ‘হাওয়া’ বদল! ওপার বাংলার ছবি দেখতে কাতারে কাতারে ভিড় এপারে
Chanchal Chowdhury: সকাল ৯টায় খুলেছে নন্দনের প্রধান গেট। তার আগে থেকেই গেটের বাইরে পড়েছিল লাইন, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা... হাজির সববয়সী মানুষ... গেট খুলতেই হাওয়ার বেগে দৌড়। কিন্তু দৌড়েই বা কী লাভ!
রক্তিম ঘোষ ও নন্দন পাল
নন্দনে হাওয়া বইছে… তবে এ হাওয়া খারাপ নয় ঝোড়ো। সেই হাওয়ার বেগ এতটাই যে সকাল ৯টা থেকে এসে দাঁড়িয়েও হচ্ছে না লাভ। হাওয়ার দাপটে খাবি খেতে খেতে লাইন ছাড়াচ্ছে শিশির মঞ্চও। শনিবার থেকে শুরু হল চতুর্থতম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই উৎসবের প্রথম দিনের প্রথম শো-ই চঞ্চল চৌধুরী অভিনীত ছবি ‘হাওয়া’। আর এই হাওয়ার দাপটেই আপাতত মজে বঙ্গবাসী।
সকাল ৯টায় খুলেছে নন্দনের প্রধান গেট। তার আগে থেকেই গেটের বাইরে পড়েছিল লাইন, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা… হাজির সববয়সী মানুষ… গেট খুলতেই হাওয়ার বেগে দৌড়। কিন্তু দৌড়েই বা কী লাভ! শিশির মঞ্চ ছাড়িয়ে লাইন যে তখন প্রায় এক্সাইড মোড় ছুঁইছুঁই। টলিউডে বেহাল অবস্থায়, এক বাংলা ছবিকে কেন্দ্র করে এত উন্মাদনা হয়েছে শেষ কবে? লাইনের ভিড়েই চলছে এই আলোচনা। ঘড়ির কাঁটা একটা ছুঁতেই বরাত ভাল যাঁদের তাঁরা ঢুকতে পারলেন সিনেমা হলের ভিতর। মুখে ছড়িয়ে পড়ল প্রশান্তি। আর তিন ঘণ্টা লাইন দিয়েও পারলেন না যারা তাঁদের মনে শুধুই হাহাকার।
প্রসঙ্গত, এই প্রথম শো যদি আপনি দেখতে নাও পারেন তবে নিরাশ হওয়ার কিছু নেই। আজ সন্ধে ছ’টা থেকেও দেখা যাবে ছবিটি। তবে তা দেখার জন্যও করতে হবে নিরন্তর প্রতীক্ষা। শেষ মুহূর্তে এলে কিন্তু চলবে না। কে বলতে পারে নন্দনে সন্ধে নামলে হয়তো আজ দেখা পেয়ে যেতে পারেন নায়ক চঞ্চলকেও। ছবিটির পরিচালক মেহাবুর রহমান সুমন। ছবিতে চঞ্চল ছাড়াও রয়েছে নাজিফা তুশি, সরফুল রাজসহ অনেকেই।
দেখে নিন ৪ তম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সময়সূচী