
ভয়ানক ব্যস্ততার মধ্যে রয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্য়ায়। লাইট-ক্যামেরা-অ্যাকশনে মেতেছেন শেষমেশ। ২৫ মার্চ (গত শুক্রবার) থেকে শুরু করেছেন কেরিয়ারের প্রথম ছবি ‘মানবজমিন’-এর শুটিং। প্রথমদিনের শুটিংয়ের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন কবি। তাঁর ছবির অভিনেতারা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। বর্তমান প্রজন্মের দুই দক্ষ অভিনেতা। শ্রীজাতর কল্পনা ও প্রতিভা কেবল কবিতার পাতায় আকটে নেই বহুদিন। তা বেরিয়ে তৈরি করেছে গানও। হ্যাঁ, শ্রীজাত একজন গীতিকারও। বন্ধু পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ছবির জন্য ‘বালির শহর’ গানটি লিখে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন কবি। কেবল একটি ছবি নয়। ‘অটোগ্রাফ’, ‘জিও কাকা’, ‘উড়ো চিঠি’, ‘শত্রু’, ‘ইতি মৃণালিনী’, ‘চ্যাপলিন’, ‘চারুলতা’, ‘চাঁদের পাহাড়’, ‘গোলন্দাজ’, ‘টনিক’-এর মতো একাধিক ছবির জন্য গান লিখেছেন তিনি। ছক ভেঙে অভিনয়ও করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘জ়ুলফিকর’ ছবিতে। প্রায় ১০-১১ বছর ধরে বাংলা ছবির জন্য গান লিখেছেন তিনি। এবার পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করার পালা।
ছবির প্রযোজক রানা সরকার TV9 বাংলাকে বলেছেন, “শ্রীজাতর প্রথম ছবি ‘মানব জমিন’-এর প্রথম শট হয়েছে নন্দন ও ময়দানে। আরও অনেক জায়গায় শুটিং হবে ছবির।”
‘মানব জমিন’ ছবির শট দেওয়ার মুহূর্তে দুই মুখ্য মুখ পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার।
দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীজাত এবার বলেছিলেন, ছবিতে গান লেখার অনেক আগে থেকেই তিনি পরিচালনা করতে চাইতেন। সেই ইচ্ছের উদ্রেক ঘটে ১৯৯৯-২০০০ সালে। ‘নন্দন’-এ ছবি দেখা নিয়ে একটি কোর্স করেছিলেন কবি। মানুষের মন ও চিন্তাকে পাল্টাতে পারবে, এমন ছবি দেখা শুরু করেছিলেন শ্রীজাত। বুঝেছিলেন, মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের আদর্শ জায়গা সিনেমা। নিজের কথাকে আরও ভালভাবে ব্যক্ত করতেই পরিচালকের চেয়ারে বসেছেন শ্রীজাত।
প্রযোজক রানা সরকারকে পাশে নিয়ে প্রথম ছবি ‘মানব জমিন’র প্রথম শট দিলেন শ্রীজাত।
দু-আড়াই বছর আগে থেকে ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন কবি। ‘মানবজমিন’ সম্পর্কভিত্তিক গল্প। বাস্তব জীবনে দেখা মানুষদের থেকেই অনুপ্রাণিত হয়েছে তাঁর ছবির কাহিনি। কবি বলেছিলেন, “যে সব চরিত্র আমার ছবিতে রয়েছে, বাস্তবে তাঁদের আমি অনেক কাছ থেকে দেখেছি। ফলে ওঁদের অনুভূতিগুলোকেও স্পর্শ করতে পেরেছি। মনে হয়েছে, এই চরিত্রগুলো নিয়ে তো ছবিও তৈরি করা যায়। সেখান থেকেই যাত্রা শুরু।” ছবিতে ধরা পড়বে শ্রীজাতর কবি সত্ত্বাও। কিন্তু সবটাই ছবির প্রয়োজনে। শ্রীজাতর বিশ্বাস, ছবি ছবিই হয়। কিন্তু হ্যাঁ। ছবিতে কবিতাও থাকবে। ছবি থেকে কবিতাকে পুরোপুরি বাদ রাখা শ্রীজাতর পক্ষে একপ্রকার কঠিনই। জানিয়েছেন কবি।
শ্রীজাত আগেই জানিয়েছিলেন, তাঁর ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং। ছবির নামটি অনুপ্রাণিত রামপ্রসাদ সেনের একটি গান থেকে। অরিজিৎ সেই গানটিই গাইবেন ছবিতে—’এমন মানবজমিন রইল পতিত’।
আরও পড়ুন: RRR-Puneeth Rajkumar: ‘আরআরআর’-এর রিলিজ় ছাড়ল না মৃত অভিনেতাকেও… নিন্দার ঝড় বইছে!