মুক্তির আগেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মানিত সুদীপ্তা-কনীনিকার ‘পরিচয়’

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 18, 2021 | 2:19 PM

প্যারিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১- এ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড, ম্যাড্রাস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ বেস্ট উওম্যান ডিরেক্টর অ্যাওয়ার্ড ইতিমধ্যেই পেয়েছে ‘পরিচয়’।

মুক্তির আগেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মানিত সুদীপ্তা-কনীনিকার ‘পরিচয়’
‘পরিচয়’-এর লুকে সুদীপ্তা (বাঁদিকে), এবং কনীনিকা।

Follow Us

দুই বন্ধুর গল্প। একটা দিনের গল্প। এ গল্প নিজেকে খোঁজার। নিজের পরিচয় খোঁজার। ‘পরিচয়’। প্রমিতা ভৌমিকের তৈরি শর্ট ফিল্ম। সুদীপ্তা চক্রবর্তী এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছুদিন আগেই এই শর্ট ফিল্মের কাজ শেষ করেছেন প্রমিতা। আপাতত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সেরার সম্মান আদায় করে নিচ্ছে এই ছবি।

প্যারিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১- এ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড, ম্যাড্রাস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ বেস্ট উওম্যান ডিরেক্টর অ্যাওয়ার্ড ইতিমধ্যেই পেয়েছে ‘পরিচয়’। প্রমিতা বললেন, “আমারই লেখা গল্প পরিচয়। পরে শর্ট ফিল্মের জন্য স্ক্রিপ্ট করি। দুই বন্ধু, ১৫ বছর পর দেখা হয় আবার। কনীনিকা, গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন। ওর বাড়িয়ে শ্রেয়া আসে। এই চরিত্রে সুদীপ্তা অভিনয় করেছেন। একটা দিনের গল্প। এক কথায় বললে, আমাদের দেশে মেয়েদের আত্মপরিচয় খোঁজার গল্প। বৈপরীত্যের জায়গা থেকে পরিচয় খোঁজার গল্প।”

১৫-২০ মিনিটের এই শর্ট ফিল্মে একেবারে অন্য চরিত্রে সুদীপ্তাকে দর্শক দেখতে পাবেন বলে দাবি করলেন অভিনেত্রী স্বয়ং। সুদীপ্তা বললেন, “নর্মালি লোকে যে ভাবে আমাকে দেখেন, তার থেকে অন্য রকম। মধ্যবিত্ত হলে শাড়ি, ব্লাউজ, গম্ভীর হলে চোখে চশমার লুক। এর বাইরে তো কেউ আমাকে ভাবেন না। সে দিক থেকে এই ক্যারেক্টার গ্রাফ আলাদা।” কনীনিকার সঙ্গে অনেকদিন পরে এই ছবিতে কাজ করলেন তিনি। সে প্রসঙ্গে সুদীপ্তা বললেন, “খুব ভাল করেছে ও। খাপে খাপ বসে গিয়েছে চরিত্রটা। আমরা মজা করে কাজ করেছি। সরস্বতী পুজোর সময় শুটিং ছিল, মনে আছে ও বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসেছিল।”

একই রকম ভাবে দীর্ঘদিন পরে সুদীপ্তার সঙ্গে কাজের প্রসঙ্গ উঠে এল কনীনিকার কথাতেও। তিনি বলেন, “টুম্পাদির সঙ্গে অনেকদিন পরে কাজ করলাম। গ্রেট অ্যাক্টর। একসঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। অ্যাসিসটেন্ট ডিরেক্টরের সঙ্গেও অনেকদিন পরে দেখা হল আমার। ডিরেক্টর সব আগে থেকে ছকে ফ্লোরে গিয়েছিলেন। একদম রেডি হয়ে। কোনও কিছুতে অসুবিধে হয়নি। কম সময়ে শুটিংয়ে হোমওয়ার্ক না থাকলে অসুবিধে হয়। আমার লুকটা এত সুন্দর ভাবে সাজিয়েছিল…। এই ধরনের মেয়েদের দেখেছি আমি। আমার সাজেশন ছিল কিছু। সেগুলো ওরা শুনেছিল। দুটো এক্সট্রিম লুক। দুই বন্ধু এক্সট্রিম জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখান থেকে তৈরি করেছে গল্পটা।”

মিয়ামি ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, ইউনাইটেড স্টেটস, বার্লিন ফ্ল্যাশ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, জার্মানি, টোরেন্টো ইন্টারন্যাশনাল উওম্যান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, কানাডা, গোল্ডেন শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, ইতালি, নিউ ইয়র্ক ফ্ল্যাশ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, ইউনাইটেড স্টেটস-এ ইতিমধ্যেই অফিশিয়াল সিলেকশন পেয়েছে ‘পরিচয়’। প্রমিতার কথায়, “মার্চ, এপ্রিলে কাজ শেষ হয়েছে আমাদের। চার, পাঁচ মাস ফেস্টিভ্যাল রাউন্ডের জন্য রেখেছিলাম। আরও বেশ কিছু জায়গায় পাঠাবো। রেজাল্ট পাওয়ার পরে রিলিজ করার ইচ্ছে রয়েছে। সেপ্টেম্বর, অক্টোবরে রিলিজ হতে পারে। ভাল ওটিটিতে চেষ্টা করছি, না পেলে ইউটিউবে দিয়ে দেব।”

আরও পড়ুন, ‘এখনও অনেক কিছু দেখানো বাকি’, শুটিংয়ে ফিরে বললেন অনস্ক্রিন ‘রামকৃষ্ণ’

Next Article