Prasenjit-Dev: ৩০ সেপ্টেম্বর আসছে ‘কাছের মানুষ’, তার আগে দেব-প্রসেনজিৎ আনছেন ছবির ট্রেলার
Prasenjit-Dev: গত বছর মহালয়ার দিন মোশন পিকচার দিয়ে ঘোষণা হয়েছিল ছবির। যেখানে দেখা যায় রেললাইনের ধারে বসে আসে প্রসেনজিৎ-দেব।
কাছের মানুষ কে? শুধু নিকট আত্মীয়ই কি কাছের মানুষ? চারিদিকে মুশোখের ভিড়ে চেনা যায় কাছের মানুষকে? মন খারাপের খবর রাখে কাছের মানুষ? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর আপাতত নেই। উত্তর মিলবে ৩০ সেপ্টেম্বর, যেদিন প্রসেনজিৎ(Prasenjit), দেব (Dev) এবং ইশা সাহা (Isha Saha) অভিনীত ছবি কাছের ‘মানুষ’ মুক্তি পাবে সিনেমা হলে। ছবির ঘোষণার সঙ্গেই জাননো ছিল এবার টলিগঞ্জের দুই স্টার একসঙ্গে আসতে চলেছেন পুজোতে। কথা মতো কাজ। ছবির দুটো পোস্টার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। সঙ্গে দুটো লাইনও পাওয়া গিয়েছে ছবি নিয়ে। ইশার সঙ্গে দেওয়া পোস্টারে রয়েছে, ‘ইচ্ছেগুলো মেঘমুলুকে রঙিন ফানুস, মন খারাপের খবর রাখে “কাছের মানুষ”। এবং প্রসেনজিতের সঙ্গে দেওয়া পোস্টারের উক্তি, ‘মুখ মুখোশের ভিড় যখন চিনিয়ে দেয় “কাছের মানুষ”।
শহর কলকাতায় হয়েছে শুটিং। গত বছর মহালয়ার দিন মোশন পিকচার দিয়ে ঘোষণা হয়েছিল ছবির। যেখানে দেখা যায় রেললাইনের ধারে বসে আসে প্রসেনজিৎ-দেব। ট্রেন আসছে। প্রসেনজিৎকে পাওয়া যায় পাকা চুল-দাড়িতে। এই বছরের শুরুতে হয় শুটিং। আর জন্মাষ্টমীর দিন আসে ছবির দুটো পোস্টার। প্রসেনজিতের সঙ্গে দেবের পোস্টারে দেখা যায় বাস থেকে উঁকি মারছেন দুইজনে, পিছনে শহর কলকাতা। আর ইশার সঙ্গে পুরনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আলাপচারিতায় দুইজন।
View this post on Instagram
পথিকৃৎ বসু পরিচালিত এই ছবির প্রযোজক স্বয়ং দেব। স্বভাবতই তিনি এই ছবি নিয়ে খুবই উত্তেজিত। গত বছর পুজোতে তাঁর ‘গোলন্দাজ’ মুক্তি পায়। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ইশা। আবার এই পুজোতে একসঙ্গে তাঁদের নতুন রসায়ন দেখতে পাবেন দর্শক। প্রসেনজিতের সঙ্গে ‘জুলফিকার’, ‘ককপিট’-এর পর এটা তৃতীয় ছবি দেবের। ‘ককপিট’ ছিল তাঁর প্রযোজিত ছবি। আবার তাঁর প্রযোজনায় কাজ করছেন প্রসেনজিৎ। আগামী ২৬ অগস্ট মুক্তি পাবে ছবির ট্রেলার। যার খবর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন প্রসেনজিৎ। দেবের পাশাপাশি তিনিও নিজের ইনস্টায় ছবি নিয়ে শুরু করেছেন প্রচার। তাঁর ছবি ‘আয় খুকু আয়’-এর সময় দেব প্রচারে পাশে ছিলেন। এবার একসঙ্গে দুইজনে আসছেন। প্রচার যে জোরদার হবে তা না বললেও চলবে। সোশ্যাল মিডিয়াকে কীভাবে প্রচারে কাজে ব্যবহার করা যায়, তা দুই তারকাই ভাল করে জানেন। ‘কাছের মানুষ’-এর গল্প সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অনেকগুলো প্রশ্নের কিছু উত্তর ট্রেলার থেকে পাওয়া যাবে আশা করা যায়। ছবিতে সুস্মিতা চট্টোপাধ্যায়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া আর কে কে রয়েছেন তা অবশ্য এখনও জানা যায়নি।
নিজের প্রযোজিত ছবি ছাড়াও পুজোতে দেব-এর আর একটি ছবি ‘রঘু ডাকাত’ও মুক্তি পাওয়ার কথা। ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবির পরিচালক। যিনি গত বছর পুজোতে ‘গোলন্দাজ’ ছবি দিয়ে দেব-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন।