Prosenjit-Bhaiphota: মুম্বইয়ে বসে কার কাছে ভাইফোঁটা নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
Prosenjit-Pallavi: ভাইফোঁটাটা প্রতিবারই বড় করে পালন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। একজন নয়, অনেক বোন প্রসেনজিতের। নিজের বোন পল্লবী ছাড়াও আরও অনেকে তাঁকে ফোঁটা দেন। কিন্তু এবছর সেরকম কিছুই হবে না। কারণ, এ বছর কলকাতায় নেই প্রসেনজিৎ। তিনি গিয়েছেন মুম্বই এবং সেখানেই ফোঁটা নিয়েছেন।
ভাইফোঁটাটা প্রতিবারই বড় করে পালন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। একজন নয়, অনেক বোন প্রসেনজিতের। নিজের বোন পল্লবী ছাড়াও আরও অনেকে তাঁকে ফোঁটা দেন। কিন্তু এবছর সেরকম কিছুই হবে না। কারণ, এ বছর কলকাতায় নেই প্রসেনজিৎ। তিনি গিয়েছেন মুম্বই এবং সেখানেই ফোঁটা নিয়েছেন।
ভাইফোঁটাটা প্রতিবারই বড় করে পালন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। একজন নয়, অনেক বোন প্রসেনজিতের। নিজের বোন পল্লবী ছাড়াও আরও অনেকে তাঁকে ফোঁটা দেন। কিন্তু এবছর সেরকম কিছুই হবে না। কারণ, এ বছর কলকাতায় নেই প্রসেনজিৎ। তিনি গিয়েছেন মুম্বই এবং সেখানেই ফোঁটা নিয়েছেন।
শোনা যাচ্ছে ছবি পরিচালনার জন্য মুম্বইয়ে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেকটা সময় এখন মুম্বইতেই থাকেন তিনি। ২০২৩ সালে মুক্তি পেয়েছে তাঁর দুটি ওয়েব সিরিজ। একটি ‘স্কুপ’ এবং অন্যটি ‘জুবিলি’। দুটি ওয়েব সিরিজ়েই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তার অনেক বছর আগে ‘সাঙ্গাই’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে ইদানিং মুম্বই বড় টানছে ‘বুম্বা’দাকে। তাই এবারের ভাইফোঁটাও সেখানেই কাটালেন তিনি। দাদা মুম্বইতে, এদিকে বোন সেখানে ছুটে যাবে না, তা হতেই পারে না। তাই দাদাকে ভাইফোঁটা দিতে মুম্বই উড়ে গিয়েছেন তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়।
TV9 বাংলাকে পল্লবী জানিয়েছেন, এবারের ভাইফোঁটা তিনি কাটাচ্ছেন মুম্বইতে। সেখানে গিয়ে তিনি ছবি পাঠাবেন। যেমন কথা তেমন কাজ। বিকেলের মধ্যেই ছবি পাঠালেন। সেখানে দেখা যাচ্ছে চির তরুণ প্রসেনজিতের কপালে ফোঁটা দিচ্ছেন পল্লবী। পল্লবীর পরনে লাল শাড়ি এবং প্রসেনজিৎ করেছেন সাদা পাজামা-পঞ্জাবী। তারপর প্রসেনজিৎ বোনের কাছে ফোঁটা নিলেন আরব সাগরের পাড়ে বসেই। দাদার ভাইফোঁটা উপলক্ষে আনন্দ করেছেন পল্লবী। প্রসেনজিতের জন্য নানা ধরনের খাবারও রান্না করেছিলেন তিনি। ঠিক যে ধরনের খাবার খেতে ভালোবাসেন প্রসেনজিৎ।