Prosenjit Chatterjee: ‘একজন যাদুকর’, কার উদ্দেশে অভিনয়ে মুগ্ধ হয়ে এ কথা বললেন প্রসেনজিৎ

Jailer: ১০ অগাস্ট মুক্তি পেল তাঁর ছবি জেলার। যে ছবির টিজ়ার থেকে শুরু করে ট্রেলার, দর্শকেরা পছন্দ করেছেন রাতারাতি। এখন দেখা ছবির রিভিউ সামনে আসতেই দর্শক মহলে কী প্রতিক্রিয়া দেখা যায়। 

Prosenjit Chatterjee: 'একজন যাদুকর', কার উদ্দেশে অভিনয়ে মুগ্ধ হয়ে এ কথা বললেন প্রসেনজিৎ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 12:56 PM

না, কেবল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, তাঁকে গোটা দেশই যাদুকর বলেই হয়তো মনে প্রাণে বিশ্বাস করেন। তাঁর অভিনয় যাদুতে বক্স অফিসে ঝড় ওঠে, তাঁর উপস্থিতির যাদুতে দর্শকমনে উন্মাদনার সৃষ্টি হয়, পর্দার ম্যাজিক যেন তাঁর আঙুলের স্পর্শেই পাল্টে যায়। তিনি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সকলের থালাইভা। যাঁর পর্দায় উপস্থিতি মানেই ভক্তদের কাছে হলিডে। এবারও ঠিক তেমনটাই হল। টানা দুই বছর অপেক্ষার পর পর্দায় এলেন রজনীকান্ত। আজ অর্থাৎ ১০ অগাস্ট মুক্তি পেল তাঁর ছবি জেলার। যে ছবির টিজ়ার থেকে শুরু করে ট্রেলার, দর্শকেরা পছন্দ করেছেন রাতারাতি। এখন দেখা ছবির রিভিউ সামনে আসতেই দর্শক মহলে কী প্রতিক্রিয়া দেখা যায়।

রজনীকান্তের এমনই ভক্তের তালিকায় রয়েছে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে টলিউড থেকে শুরু করে বলিউড, দাপিয়ে বেড়াচ্ছেন, তাঁর অভিনয়গুনে। একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও রজনীকান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আপনি একজন যাদুকর। আপনি আবারও প্রমাণ করলেন। এবার যদিও তেমন কোনও পোস্ট নজরে না এলেও, রজনীকান্ত সেলিব্রেশন মরসুমে আরও একবার তরতাজা হয়ে উঠল সেই স্মৃতি।

প্রসঙ্গত, আজ ভোর থেকেই দক্ষিণভারতের প্রতিটা প্রেক্ষাগৃহেই উপচে পড়া ভিড়। আর সেই উপলক্ষ্যেই সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কিছু কিছু অফিস থেকে কর্মীদের ফ্রিতে টিকিট দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এক সংস্থার HR-এর কথায়, ছুটির আবেদন গ্রহণ করতে করতে ক্লান্ত, সেই কারণেই ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি সুপারস্টারের ছবিকে সাপোর্ট করার কথাও উল্লেখ করে এই প্রসঙ্গে অনেকেই। এখন দেখার প্রথমদিন এই ছবি বক্স অফিসে কত কোটি তুলে আনতে পারে, রজনীকান্ত কি পারবেন কথা রাখতে, দর্শকদের আবারও মন জয় করে নিতে, এখন সেটাই দেখার…।