মাথায় গোলাপি পরচুলা। অন্যরকমের মেকআপ। চশমার লুকে রাফিয়াত রশিদ মিথিলাকে একবারে চিনতে হয়তো অসুবিধে হতে পারে। মিথিলা অভিনেত্রী। পাশাপাশি তাঁর অনেকগুলো পেশাদার পরিচয় রয়েছে। আর ব্যক্তি জীবনে তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। এ হেন অভিনেত্রী প্রিয়জনেদের নিয়ে হ্যালোইন পালন করলেন। তারই ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন।
বিদেশে যাকে হ্যালোইন বলা হয়, আমাদের দেশে সেটাই ভূতচতুর্দশী। বিদেশের মতো এদেশেও এখন পালিত হয় হ্যালোইন। বড়রা এবং ছোটরা অংশগ্রহণ করে হ্যালোইনে। যেমন সাজো প্রতিযোগিতা থেকে শুরু করে রকমারি খাওয়াদাওয়ায় মেতে ওঠেন সকলে। সময়ের কিছুটা আগেই পরিবার এবং বন্ধুদের নিয়ে হ্যালোইন পালনে মেতে উঠলেন মিথিলা। তাঁর তুতো ভাই অর্ণব এবং তাঁর স্ত্রী সুনিধিও এই পারিবারিক মজার আড্ডায় অংশ নিয়েছিলেন। তবে মিথিলার কন্যা আয়রাকে দেখা যায়নি। হয়তো ছোটদের নিয়ে পরে পার্টি করবেন তিনি।
আয়রা মিথিলা এবং সঙ্গীতশিল্পী তাহসানের কন্যা। মিথিলা এবং তাহসানের দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। পরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। কিন্তু আয়রার সঙ্গে তাহসানের যেমন অসাধারণ সম্পর্ক, তেমনই সৃজিতও তার আব্বু। সৃজিতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এই স্টার কিডের।
দিন কয়েক আগে একত্রে একটি পেশাদার কাজ করায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাহসান-মিথিলাকে। মিথিলা সে সময় জানান, প্রাপ্তবয়স্ক দুজন মানুষ একসঙ্গে কাজ করতেই পারেন। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে মানে কখনও একসঙ্গে কাজ করা যাবে না, তা নয়। পাশাপাশি তিনি এবং তাহসান আয়রার বাবা, মা। তাই মেয়ের কথা ভেবেও তাঁরা নিজেদের সম্পর্ক তিক্ত করতে চান না। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে তবেই আয়রাকে সুস্থ শৈশব দেওয়া যাবে বলে মনে করেন মিথিলা।
বাংলাদেশে থাকলে আয়রা কখনও মায়ের কাছে, কখনও বা বাবার কাছে থাকে। এ নিয়ে তাঁদের পরিবারে কোনও সমস্যা নেই। কিন্তু ব্যক্তিজীবনে ট্রোলিংয়ের শিকার যাতে না হতে হয়, তার অন্যতম পদক্ষেপ হিসেবে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্টে এখন আর সকলের কমেন্ট করার অধিকার নেই। বাবা, মেয়ের আনন্দের মুহূর্তে মাও ভাগীদার হবেন, হোক তা ভার্চুয়াল, এটাই তো স্বাভাবিক। আয়রা মূলত মিথিলার কাছেই থাকে। বাংলাদেশে মিথিলা গেলে আয়রা সঙ্গী হয়। আবার মিথিলা কলকাতায় থাকলে মেয়ে তার সঙ্গেই থাকে।
আপাতত আয়রা কলকাতার একটি স্কুলের ছাত্রী। পড়াশোনার স্বার্থে ভবিষ্যতে সে কোথায় থাকবে, সেটাই এখন দেখার। মিথিলা সদ্য ভারতে তাঁর প্রথম ছবির কাজ শেষ করলেন। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবিতে দেখা যাবে মিথিলার অভিনয়। রাজর্ষির এই ছবির বিষয় শেক্সপিয়ারের ম্যাকবেথ। সদ্য এই ছবির লোগো প্রকাশিত হল। বাংলাদেশে মিথিলার অভিনয় দেখেছেন দর্শক। কিন্তু এ পার বাংলায় এই প্রথম। ফলে মিথিলার জন্যও এই প্রজেক্ট নিঃসন্দেহে খুব স্পেশ্যাল।
আরও পড়ুন, Trina Saha: জ্যাঠাইয়ের জন্মদিন, কী ভাবে সেলিব্রেট করলেন তৃণা?