Ranjit Mallick as President of Artist Forum: সবাই যাতে শান্তি মতো কাজ করতে পারেন সেটাই আমি চাই : রঞ্জিত মল্লিক

কার্যকরী সভাপতি হয়েছেন জীতেন্দ্র মদনানি, অর্থাৎ অভিনেতা ও প্রযোজক জিৎ।

Ranjit Mallick as President of Artist Forum: সবাই যাতে শান্তি মতো কাজ করতে পারেন সেটাই আমি চাই : রঞ্জিত মল্লিক
আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 2:46 PM

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্ট ফোরামের নতুন কার্যকরী সমিতি নির্বাচিত হয়েছে সম্প্রতি। টলিপাড়ার এই সংগঠন শিল্পীর হিতে কাজ করে। দীর্ঘদিন এই সংগঠনের সভাপতিত্ব করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণের পর কুর্সি ফাঁকাই ছিল। সেই কুর্সিতেই সভাপতি রূপে বসেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক।

রঞ্জিত মল্লিকের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। তিনি বলেছেন, “আমি বারবরই আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত ছিলাম। দায়িত্ব নিয়ে থাকি। সবাই যাতে শান্তির সঙ্গে কাজ কর্ম করতে পারেন, সেটাই চাই।”

কেবল এখানেই ইতি নয়, কার্যকরী সভাপতি হয়েছেন জীতেন্দ্র মদনানি, অর্থাৎ অভিনেতা ও প্রযোজক জিৎ। আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য এবং ভরত কল। সাধারণ সম্পাদকের আসনে শান্তিলাল মুখোপাধ্যায়। যুগ্ম সম্পাদক দিগন্ত বাগচী এবংঅঙ্কুশ হাজরা। ফোরামের সহকারী সম্পাদক কুশল চক্রবর্তী ও রানা মিত্র। কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী, সহকারী কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায়। কার্যকরী সমিতির সদস্য পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, অনিন্দ্য চক্রবর্তী,আবির চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, শঙ্কর চক্রবর্তী এবং পায়েল দে।

এ বছর কার্যকরী সমিতি নির্বাচনে কোভিড অতিমারীকে মাথায় রেখেই প্যানেল ভোটিংয়ের প্রক্রিয়ার সাহায্য নেওয়া হবে বলে প্রথমে স্থির হয়েছিল। সদস্যদের কাছে সেই অনুযায়ী প্যানেলের প্রস্তাব চাওয়া হয়। প্যানেলটি ফোরামের সদস্য সোহন বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেন, দিগন্ত বাগচী সমর্থন করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও প্যানেলের প্রস্তাব জমা না পড়ায়, এই প্যানেলটিকেই শনিবার (০৯.০১.২০২২) জয়ী বলে ঘোষনা করা হয়েছে।

সামনের অগস্টেই ২৫ বছরে পা দেবে আর্টিস্ট ফোরাম। তারপর থেকেই বেশকিছু বড় বড় কর্মসূচি আছে ফোরামের।

আরও পড়ুন: Vicky-Katrina: ক্যাটরিনার সঙ্গে বিয়ের একমাস ভোলেননি ভিকি, ক্যাটরিনা কী করলেন?