চিনতে পারছেন ছবির এই অভিনেত্রীকে? বলুন তো কে তিনি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 30, 2021 | 10:26 PM

'ডাকঘর' নাটকের নিজের কিছু ছবি চৈতি শেয়ার করেছেন। ছেলেবেলায় মঞ্চে অভিনয় করার সময় এই নাটকে অমলের চরিত্রে অভিনয় করতেন 'বালিকা' চৈতি ঘোষাল।

চিনতে পারছেন ছবির এই অভিনেত্রীকে? বলুন তো কে তিনি
চৈতি ঘোষাল (সৌ: ফেসবুক)

Follow Us

কিছুদিন আগে ছিল গুরুপূর্ণিমা। সেই জন্য পুরনো দিনের কিছু ছবি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। তাঁর গুরু ছিলেন বাবা শ্যামল ঘোষাল ও বিখ্যাত নাট্যব্যক্তিত্ব তৃপ্তি মিত্র। ‘ডাকঘর’ নাটকের নিজের কিছু ছবি চৈতি শেয়ার করেছেন। ছেলেবেলায় মঞ্চে অভিনয় করার সময় এই নাটকে অমলের চরিত্রে অভিনয় করতেন ‘বালিকা’ চৈতি ঘোষাল। সেই নাটকেরই ছবি। দেখে চেনাই দায়, সেই কিশোরী আসলে চৈতি।

কিছুদিন আগে চৈতির কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন তাঁর মেন্টর বা গুরু কারা। কাজের জায়গা থেকে নিঃসন্দেহে তৃপ্তি মিত্র তাঁর গুরু। কিন্তু ব্যক্তিগত জীবনে বাবা এবং মা। তাঁরা ছবিও চেয়েছিলেন। চৈতি TV9 বাংলাকে জানান, যে ডাকঘর নাটকে স্বয়ং শম্ভু মিত্র ফকিরের চরিত্রে অভিনয় করতেন। চৈতি হতেন অমল। ফলে এই নাটক বাংলা থিয়েটারের জগতে উজ্জ্বল জায়গা দখল করে রাখবে। এর আর্কাইভ্যাল মূল্য আছে বলে মনে করেন চৈতি। শুধু তাই নয়, নাটকটির ছবি তুলেছিলেন সত্যজিৎ রায়ের স্টিল ফোটোগ্র্যাফার নিমাই ঘোষ। 

ছবিগুলি দেখার পর TV9 বাংলা যোগাযোগ করে চৈতি ঘোষালের সঙ্গে। তিনি বলেন, “এই নাটকটির আর্কাইভ্যাল মূল্য আছে। দুরদর্শন শুট করেছিল। সেটা ফিল্ম বন্দি করেছে। তাঁর কারণ নাটকে রয়েছেন তৃপ্তি মিত্র ও শম্ভু মিত্র দু’জনেই। আমি জীবনে আর যাই করি না কেন, এই নাটক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি ‘রক্তকরবী’ও করেছি। সেটাও আমার কাছে খুবই মূল্যবান। কিন্তু ‘ডাকঘরকে আমি কিছুতেই মুছতে পারব না।”

আরও পড়ুনকলেজে পড়ার সময় রাজনীতি করতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি; জেলও খেটেছেন ৭ দিনের জন্য

জীবনের বড় আক্ষেপ কী? প্রকাশ্যে জানালেন শ্রীলেখা মিত্র

Next Article