Rituparna Sengupta: বয়স নিয়ে কটাক্ষের যোগ্য জবাব ঋতুপর্ণার, বিকিনিতে ছবি দিতেই তাঁকে কী লিখলেন শ্রাবন্তী?
Rituparna Sengupta: কিছু দিন আগেই ওপার বাংলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বয়স নিয়ে উড়ে এসেছিল কটাক্ষ। অভিনেত্রী প্রতিবাদ জানিয়েছিলেন।

কিছু দিন আগেই ওপার বাংলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বয়স নিয়ে উড়ে এসেছিল কটাক্ষ। অভিনেত্রী প্রতিবাদ জানিয়েছিলেন। উগরে দিয়েছিলেন ক্ষোভ। এবার কিছু দিন যেতে না যেতেই সমালোচকদের যোগ্য জবাব তাঁর। বিকিনিতে পোস্ট করলেন একাধিক ছবি। ছবিগুলি পুরনো। তাঁর সাম্প্রতিক ছবি ‘দত্তা’ মুক্তি পাওয়ার আগে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা ওই ছবিগুলি।
ছবি শেয়ার করে ঋতুপর্ণা লিখলেন, “দত্তা মুক্তির আগে নিজের সঙ্গে কাটানো কিছু সময়।” অভিনেত্রীর ছবিতে মন্তব্য করতে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও। এক আগুনের ইমোজি পাঠিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন আজও হট ঋতুপর্ণা। অভিনেত্রী সাহস দেখিয়েছেন ঠিকই, তবে এই পোস্ট নিয়েও হয়েছে সমালোচনা। ট্রোল্ড হতে হয়েছে তাঁকে। তাতে অবশ্য থোড়াই কেয়ার। তিনি বাঁচেন নিজের শর্তে। এ ছবিগুলি যেন তারই প্রমাণ।
View this post on Instagram





