Tollywood Gossip: ‘এক্ষুণি নেমে যান…’, মঞ্চে চরম অপমান রুকমাকে, কী ‘অপরাধ’ নায়িকার?
Tollywood Gossip: রুকমা রায়-- টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সেই রুকমাকেই যে মাচা শো করতে গিয়ে এতটা অপমানিত হতে হবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি।

রুকমা রায়– টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সেই রুকমাকেই যে মাচা শো করতে গিয়ে এতটা অপমানিত হতে হবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। তবে এরকমই এক অনভিপ্রেত ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। খানাকুলে কালীপুজো উপলক্ষে শো করতে গিয়ে চরম অপমানের সম্মুখীন হতে হল তাঁকে। সব ভালই চলছিল, রুকমা ভাল গান গান। সেই মতো মঞ্চে উঠে একের পর এক গানও গাইছিলেন। ভক্তদের সঙ্গে করছিলেন কথোপকথন। আচমকাই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য আবেদন জানান তাঁর অনুরাগীরা। রুকমা বলেন,”একজনের ফোন থেকেই সেলফি তুলব কিন্তু”।
সেলফি তুলে যেই না তিনি ফের মঞ্চে ফিরে আসেন আচমকাই ভিড়ের মধ্যে থেকে অনুষ্ঠানের এক আয়োজক তাঁকে উদ্দেশ্য করে বলে ওঠেন, “নিজের অ্যাড দেওয়ার জন্য নিয়ে আসিনি।” প্রথমটায় অবাক হয়ে যান রুকমা। যদিও নিজেকে সামলে নিয়ে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, “কী বললেন?” এও বলেন, “তাহলে আপনিই করুন অনুষ্ঠানটা”। এর পরেই ওই ব্যক্তি রীতিমতো চড়াও হন রুকমার উপর। তাঁকে বলে ওঠেন, ” স্টেজ থেকে এক্ষুণি নেমে যান”। রুকমা আর একমুহূর্তও দেরি করেননি। অপমানের প্রতিবাদ হিসেবে মঞ্চ ছেড়ে চলে আসেন তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ রুকমার অনুরাগীরা। ‘ডেকে নিয়ে এ হেন অপমান’, কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। যদিও কারও মতে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরেই অনুষ্ঠানে হাজির হওয়াতেই বিরক্ত ছিলেন ওই আয়োজক, যারই বহিঃপ্রকাশ ওই আচরণ। কিন্তু তা সত্ত্বেও কি এমনটা করা যায়? প্রশ্ন উঠছেই। রুকমা যদিও প্রকাশ্যে এ নিয়ে মুখ খোলেননি। তবু চর্চা থামছে না।





