অভিনেত্রী রুক্মিণী মৈত্র ফুডি। সব রকমের খাবার খেতে ভালবাসেন। কিন্তু তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। নিজেকে এমন সুন্দর ভাবে মেনটেনও করতে পারেন। এ হেন রুক্মিণীর নাকি ইদানিং মিষ্টির প্রতি প্রেম শুরু হয়েছে! মিষ্টি তো ভালবাসেনই, কিন্তু নির্দিষ্ট ভাবে কিশমিশ নাকি তাঁর কারেন্ট ফেভারিট।
এ কিশমিশ কিন্তু খাবার নয়। বরং রুক্মিণীর আসন্ন ছবি। দেবের সঙ্গে যে ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত তিনি। সেই ছবির শুটিংয়েই ‘কিশমিশ’-এর থেকেও মিষ্টি আরও কিছুর খোঁজ পেলেন। তার ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।
আসলে শুটিংয়ে রুক্মিণীর সঙ্গে হাজির ছবির দুই খুদে শিল্পী। ‘কিশমিশ’-এর সেটে হাজির লাড্ডু এবং উদিতা। এর আগে দেবও এই দুই খুদের সঙ্গে ছবি শেয়ার করে তাদের ভালবাসা জানিয়েছিলেন।
প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব। সব কিছু ঠিক থাকলে সিনেমা হলে গিয়ে দর্শককে সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মাধ্যমেই নতুন মা-মেয়ের জুটিকে পাবেন দর্শক। মেয়ের চরিত্রে রুক্মিণী মৈত্র এবং মায়ের চরিত্রে জুন মালিয়া। নিজের চরিত্র নিয়ে আগেই TV9 বাংলাকে তিনি বলেন, “এই ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায় আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। পেশায় তিনি চা বাগানের মালিক। আর আমার চরিত্রটা কনভেন্টে পড়া এক মহিলার। রুক্মিণী আমার মেয়ে।” প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করার পর সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেছেন দেব। এই ছবিও ব্যতিক্রম নয়। তাঁর এবং রুক্মিণীর লুক আগেই প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি থেকেও নতুন কিছু পাওয়ার আশায় রয়েছেন দর্শক।
অভিনেত্রী হিসেবে চার বছরে নিজেকে অনেকটা তৈরি করতে পেরেছেন বলে মনে করেন রুক্মিণী। নিজের গ্রোথ হয়েছে, সেটা বুঝতে পারেন। শুধু টলিউড নয়। এই চার বছরে বলিউডেও পা রেখেছেন রুক্মিণী। বিদ্যুৎ জামালের বিপরীতে বলিউডে ডেবিউ ছবি ‘সনক’-এর শুটিং ইতিমধ্যেই করে ফেলেছেন নায়িকা। তবে টলিউড তাঁর শিকড়। সেটা ভুলে যাবেন না। অভিনয় এখন রুক্মিণীর প্যাশন। অন্যের অভিনয় দেখে ইন্সপিরেশন পান তিনি। নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করেন। নিজেকে ছাপিয়ে পারফর্ম করে আনন্দ পান অভিনেত্রী।
আরও পড়ুন, ‘কিয়াকে বাড়িতে রেখে শুটিং করব, সেজন্য এখনও মনে চাপ চলছে’, বললেন কনীনিকা