AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কিয়াকে বাড়িতে রেখে শুটিং করব, সেজন্য এখনও মনে চাপ চলছে’, বললেন কনীনিকা

Koneenica Banerjee: ২০১৮-এ টেলিভিশনে শেষ কাজ করেছেন অভিনেত্রী কনীনিকা। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি।

‘কিয়াকে বাড়িতে রেখে শুটিং করব, সেজন্য এখনও মনে চাপ চলছে’, বললেন কনীনিকা
কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 2:23 PM
Share

মাত্র দু’দিনের ছুটি। দার্জিলিং সফর। আর তাও অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল সারপ্রাইজ। সামনেই শুরু হতে চলেছে কনীনিকার মেগা ধারাবাহিক আয় তবে সহচরী। তার শুটিং শুরু হওয়ার আগে দার্জিলিংয়ে একান্তে স্বামী সুরজিৎ হারির সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী।

সোমবার একটি ওয়েবের শুটিংয়ে রয়েছেন কনীনিকা। ইনস্টাগ্রাম লাইভে বললেন, “আমি আজ ‘সাইকো’র শুটিং করছি। আমাদের পরিচালকের নাম বাপ্পা। রূপ প্রোডাকশনের কাজ। বাপ্পা আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু এত সর্টেড ডিরেক্টর এই জেনারেশনে খুব কম দেখেছি। টেনশন নেই। ফ্রি মাইন্ডে কাজ করে। হইচই নেই, কিন্তু সুন্দর ভাবে কাজ হয়ে যায়।”

ছোট্ট কিয়াকে বাড়িতে রেখে মেগা ধারাবাহিকের শুটিং করা কনীনিকার কাছে চ্যালেঞ্জিং। সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনেক বছর পরে মেগা করছি তার জন্য এক্সাইটেড। কিন্তু কিয়া বুড়িকে বাড়িতে রেখে শুটিং করব, তার জন্য এখনও মনের মধ্যে চাপ চলছে। কারণ ও বড্ড ছোট। মাত্র দু বছর বয়স। এখন বাড়িতে ঢুকলেও ও আমাকে বলে গুড নাইট। মানে ওর ধারণা হয়ে গিয়েছে, মা শুধু ঘুমনোর সময় আসে। সেটা কোনওভাবে আমাকে ম্যানেজ করতে হবে। ওয়ার্কিং মায়েদের জীবনে এই সমস্যাগুলো থাকেই। কিয়াকে সামলে যতটা সম্ভব করছি টুক টুক করে। মাঝে মাঝে মনে হচ্ছে ওকে একটু বেশিই ইগনোর করে ফেলছি।”

২০১৮-এ টেলিভিশনে শেষ কাজ করেছেন অভিনেত্রী কনীনিকা। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি। ২০১৯-এ জন্ম হয় মেয়ে কিয়ার। ‘অন্দরমহল’ টেলিভিশনে কনীনিকার শেষ কাজ। কিয়ার জন্মের পর এখনও পর্যন্ত ছোট ছোট কাজ করলেও সে ভাবে দীর্ঘ কমিটমেন্টে যাননি তিনি। ফের টেলিভিশনে ফিরছেন তিনি। টেলিভিশনে ধারাবাহিকের রুটিনে ফিরলে দিনের অনেকটা সময় কিয়াকে ছেড়ে থাকতে হবে। কী ভাবে ম্যানেজ করবেন?

কনীনিকা এ প্রসঙ্গে আগেই TV9 বাংলাকে বলেন, “কিয়াকে রেখে কাজ করা কঠিন। এই দু’বছর তো আমিই ওর সব কিছু করেছি। মা, বাবারও বয়স হয়েছে। কিয়া তো জানেই না, মা কাজ করত। ধীরে ধীরে ও রিয়ালাইজ করবে, মা কাজে ফিরবে, কাজ করবে, এটা বুঝতে পারবে নিশ্চয়ই। ভাল করে প্রোডাকশন হলে আমি কিয়াকে সঙ্গে নিয়েও যেতে পারি। দেখা যাক।”

কাজের ব্যস্ততার মধ্যেও কিয়াকে সময় দেওয়া কনীনিকার প্রায়োরিটি। তিনি সে চেষ্টার কোনও ত্রুটি রাখতে চান না। অসমবয়সি বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অরুণিমা হালদার। এই ধারাবাহিকের মাধ্যমেই কামব্যাক করছেন অভিনেত্রী। এক মধ্যবয়সী গৃহবধূ ও মায়ের ইচ্ছেপূরণের গল্প বলবে এই ধারাবাহিক। প্রোমোতেই স্পষ্ট, যে কনীনিকা ও অরুণিমার মধ্যেই হতে চলেছে সেই বন্ধুত্ব। ধারাবাহিকের মূল গল্প সাহানা দত্তর। প্রোমো বলছে, নিজের সেই স্বপ্ন পূরণের জন্য সহচরী যায় কলেজে। কিন্তু পথ বেশ কঠিন। হঠাৎ মায়ের বয়সি এক মহিলাকে কলেজ চত্বরে দেখে তামাশা করতে শুরু করে পড়ুয়ারা। সহচরী ঘাবড়ে যায়। সকলের সঙ্গে লড়াই করে তার হাত ধরে এক ফুটফুটে যুবতী। ধারাবাহিকে সহচরী, অর্থাৎ কনীনিকার বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন, জন্মদিন সেলিব্রেশনে মন্দারমণিতে তিয়াশা রায়, সঙ্গী কে?

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!