পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মন ভাল রাখছেন রুক্মিণী মৈত্র

আপাতত পরিবারের সঙ্গে, বিশেষত আমাইরার সঙ্গে সময় কাটিয়ে ভাল থাকার রসদ খুঁজে নিচ্ছেন রুক্মিণী।

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মন ভাল রাখছেন রুক্মিণী মৈত্র
আমাইরার সঙ্গে রুক্মিণী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 04, 2021 | 9:57 PM

লকডাউনে অন্য সকলের মতোই গৃহবন্দি অভিনেত্রী রুক্মিণী মৈত্রও (Rukmini Maitra)। মুম্বইতে শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়ে মন ভাল রাখছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ রুক্মিণী। কখনও অনুরাগীদের প্লাজমা দানের উপকারিতার কথা বোঝান। কখনও এই দুঃসময়ে মানসিক ভাবে ভাল থাকার টোটকা দেন। পাশাপাশি নিজেকে ভাল রাখতে তাঁর সঙ্গী আমাইরা।

রুক্মিণীর দাদার মেয়ে আমাইরা। পিসি-ভাইঝির জুটি আসলে বন্ধুত্বের। সোশ্যাল মিডিয়ায় আমাইরার সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন রুক্মিণী। লিখে দেন, ‘অন পপুলার ডিমান্ড’। অর্থাৎ তাঁদের জুটিকে দেখার অনুরোধ করেন অনুরাগীরাও।

দেবের সঙ্গেও আমাইরার বন্ধুত্বের সম্পর্ক। কখনও দেব তাকে রাগিয়ে দেন। কখনও বা আমাইরা হয়ে যায় দেবের হেয়ার স্টাইলিস্ট। সে সব মজার ভিডিয়ো দর্শক এনজয় করেন। আপাতত পরিবারের সঙ্গে, বিশেষত আমাইরার সঙ্গে সময় কাটিয়ে ভাল থাকার রসদ খুঁজে নিচ্ছেন রুক্মিণী।

আরও পড়ুন, স্বস্তিকার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, ফ্রেন্ড রিকোসেন্ট পেলেন নিজেই!