“এমনভাবেই উজ্জ্বল থেকো, আজীবন”, জন্মদিনে স্ত্রী মহুয়াকে শুভেচ্ছাবার্তা শাশ্বতর

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 21, 2021 | 5:36 PM

বাইশ বছরের বিবাহিত জীবন কেটে গেছে ভাল-মন্দে। আজ স্ত্রী মহুয়ার জন্মদিনে কিছু শব্দে ধন্যবাদ জানাতে বাকি রাখলেন না শাশ্বত।

এমনভাবেই উজ্জ্বল থেকো, আজীবন, জন্মদিনে স্ত্রী মহুয়াকে শুভেচ্ছাবার্তা শাশ্বতর
শাশ্বত।

Follow Us

আজ স্ত্রী মহুয়ার জন্মদিন। এতগুলো বছর তাঁর সঙ্গে সংসার গুছিয়ে রেখেছেন স্ত্রী। অভিনেতা শাশ্বত যখন শুটিংয়ে ব্যস্ত, স্ত্রী সামলেছেন সংসার, দেখাশোনা করেছেন মেয়েকে। নাটকসূত্রে মহুয়ার সঙ্গে আলাপ হয় অভিনেতার। নাট্যব্যক্তিত্ব ব্রততী চট্টোপাধ্যায়ের বাড়ির চায়ের আড্ডায় প্রথম আলাপ। ইংরেজিতে স্নাতকোত্তর কিন্তু তাঁর মুখে ছিল না ফটাফট ইংরেজি শব্দ। এটাই ছিল প্রথম আলাপের সবথেকে পছন্দের। তারপর হয়েগেল বিয়ে। বাইশ বছরের বিবাহিত জীবন কেটে গেছে ভাল-মন্দে। আজ স্ত্রী মহুয়ার জন্মদিনে ছোট কিছু শব্দে ভালবাসার কথা জানাতে বাকি রাখলেন না শাশ্বত। স্ত্রীয়ের সঙ্গে একটি নয়, তিন-তিনটি ছবি পোস্ট করে লিখলেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার অর্ধাঙ্গিনী মহুয়া চট্টোপাধ্যায়। আমার পরিবারের স্তম্ভ হওয়ার জন্য ধন্যবাদ। এমনভাবেই উজ্জ্বল থেকো, আজীবন!’

শাশ্বতর পোস্টে মহুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অরিন্দম শীলও।

 

 

গতকাল ছিল ফাদার্স-ডে। বাবা শুভেন্দুকে নিয়ে সোশ্যাস পোস্টে উপচে পড়েছিল ভালবাসা। শাশ্বত নিজেও তো আজ বাবা হয়েছেন তাই তাঁর পোস্টে বাবাকে যেমন জড়িয়ে রেখে ছিলেন তেমনই মেয়ে হিয়াকেও। ক্যাপশনে লেখেন, ‘আমার কাছে বাপি সবসময়ই একজন অনুপ্রেরণা, একজন পথপ্রদর্শক,  একজন বন্ধু ছিলেন। বাপির কাছ থেকে ভালবাসা, যত্ন এবং সহায়তা পাওয়া থেকে শুরু করে নিজে বাবা হওয়া পর্যন্ত। আমার যাত্রা ভালোবাসায় পরিপূর্ণ। হ্যাপি ফাদার্স ডে বাপি … এবং আমার প্রিয় কন্যার ভাল বাবা হয়ে ওঠার প্রতিশ্রুতি দিলাম।‘

 

 

আরও পড়ুন ‘মিলে সুর মেরা তুমহারা… তো সুর বনে হমারা’

Next Article