Saurav Das: সৌরভ দাসের ‘মিটার ডাউন’, নভেম্বরে আসছে ‘কাটাকুটি’ও

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:31 PM

Saurav Das: ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এর জন্য পরিচালক রাজা চন্দ তৈরি করেছেন ওয়েব সিরিজ কাটাকুটি। সৌরভ জানালেন, আগামী নভেম্বরের শুরুতে সম্ভবত রিলিজ হতে চলেছে এই সিরিজ।

Saurav Das: সৌরভ দাসের ‘মিটার ডাউন’, নভেম্বরে আসছে ‘কাটাকুটি’ও
সৌরভ দাস। ছবি: ইনস্টাগ্রাম তেকে গৃহীত।

Follow Us

ওয়েব সিরিজ হোক বা বড়পর্দা- বিভিন্ন রকমের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেতা সৌরভ দাস। সিভিতে যোগ হতে চলেছে আরও দুটো অন্য রকমের চরিত্র। কিংশুক সরখেল পরিচালিত ‘মিটার ডাউন’ ছবি এবং রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ ওয়েব সিরিজে এ বার সৌরভের অভিনয় দেখবেন দর্শক।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে সৌরভ বললেন, “মিটার ডাউন গত মার্চে শুট করেছিলাম। পোস্ট প্রোডাকশন চলছে এখন। ট্যাক্সি ড্রাইভারের গল্প। যার নিজেরও জীবন আছে। শহরের জীবন দেখে সে। কোথাও নিজের জীবন কলকাতার জীবনের সঙ্গে জড়িয়ে যায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সকলেই স্বপ্ন দেখে। ওরও স্বপ্ন আছে। সেই পূরণের গল্প এই ছবি।”

ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এর জন্য পরিচালক রাজা চন্দ তৈরি করেছেন ওয়েব সিরিজ কাটাকুটি। সৌরভ জানালেন, আগামী নভেম্বরের শুরুতে সম্ভবত রিলিজ হতে চলেছে এই সিরিজ। সৌরভের কথায়, “কাটাকুটি ক্লাসিক্যাল রিভেঞ্জ স্টোরি। নম্র, ভদ্র বাড়ির ছেলে। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তার সঙ্গে বিয়ের আগেই একটা ট্র্যাজেডি হয়ে যায়। এ বার ছেলেটি জাস্টিস খুঁজতে থাকে। তার পিছনে অ্যাক্টিডেন্ট নাকি মার্ডার সেটা নিয়েই গল্প।”

গত কয়েকদিন ধরেই মুম্বইতে ছিলেন সৌরভ। বিভিন্ন পোস্ট শেয়ার করেছিলেন বাণিজ্যনগরী থেকে। কখনও লিখেছিলেন, ‘তোমাদের শহরকে আমার করে নেব’। কখনও বা মিরর সেলফি নিয়ে লিখেছিলেন, ‘স্বপ্নের শহরে প্রথম দিনের শুটিং। নতুন অধ্যায়। আশা করছি অনেক কিছুর প্রথম। আমাকে শুভেচ্ছা জানান। আমি করবই এটা।’ দেবালয় ভট্টাচার্য অ্যামাজন প্রাইম ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য যে ওয়েব সিরিজ তৈরি করছেন, তার শুটিংয়েই সৌরভ মুম্বই গিয়েছিলেন বলে জানালেন TV9 বাংলাকে।

টলিউডের পর বলিউডেও তাঁকে সমান ভাবে কাজ করতে দেখলে খুশি হবেন অনুরাগীরা। বিশেষত বাংলা ওয়েব প্ল্যাটফর্মে সৌরভের পারফরম্যান্স সব ধরনের দর্শক পছন্দ করেছেন। জাতীয় স্তরে কাজের সুযোগ পেলে, সেখানেও তিনি নিজের সেরাটা দেবেন বলে বিশ্বাস দর্শকের।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার বার্তা দিয়েছিলেন সৌরভ। তাঁর সেই বার্তা নিঃসন্দেহে অবাক করেছিল তাঁর অনুরাগীদের। হ্যাশট্যাগে সৌরভ ‘সোশ্যাল ডিটক্স’ শব্দটা ব্যবহার করেছিলেন। কিন্তু কেন সোশ্যাল মিডিয়া থেকে তাঁর স্বেচ্ছা নির্বাসন, তা স্পষ্ট করেননি। কোনও কাজের জন্য কি বিরতি? না! সৌরভ তা জানাননি। কবে নাগাদ ফের তিনি সোশ্যাল ওয়ালে ফিরবেন, তারও কোনও হদিশ দেননি সে দিনের পোস্টে। তবে ওই পোস্টের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেও দেখা যায়নি তাঁকে। কাজের জন্যই ফের ফিরতে হয়েছিল ভার্চুয়াল দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাকটিভ থাকেন সৌরভ। ব্যক্তি জীবনে তিনি বিতর্কেও জড়িয়েছেন। তার পরও সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেননি। বরং সেই বিতর্কের কিছুদিন পরে নিজের মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কিছুদিন আগেই নিজের বোনের সঙ্গে সৌরভের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বোনের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ওঠে। তুমুল ট্রোলিংয়ের শিকার হন। আত্মপক্ষ সমর্থনে সরাসরি মুখ না খুললেও কিছুদিন পরে মায়ের সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছিলেন। আর তাতেই স্পষ্ট হয়েছিল তাঁর মনোভাব।

আরও পড়ুন, ‘মানি হাইস্ট’ দেখবেন কর্মীরা, একদিনের ছুটি ঘোষণা করল জয়পুরের সংস্থা!

Next Article