Sayantika Banerjee: বাংলাদেশের জাঈদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের সায়ন্তিকা, শেয়ার করলেন ছবি
Sayantika Banerjee: বাংলা সিনেমার প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের একটা বড় অংশের অধিকাংশই এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত।

বাংলা সিনেমার প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের একটা বড় অংশের অধিকাংশই এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। টলিউডের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইদানীং রাজনীতি ও সমাজসেবামূলক নানাবিধ কাজ নিয়েই ব্যস্ত থাকেন । তবে এখন তিনি বাংলাদেশের একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। বাংলাদেশের নায়ক জাঈদ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন অভিনেত্রী। বাংলাদেশের কক্সবাজার এলাকায় পরিচালক তাজু কামরুলের পরিচালনায় শ্যুটিং করছেন এই মুহূর্তে সায়ন্তিকা। ছবির নাম ‘ছায়াবাজ’। ছবির জ্যঁর সহজ বাংলায় যাকে বলে মশলা ফিল্ম।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন সিনেমার পর্দায় অনুপস্থিত। তবে মাঝেমধ্যেই তাঁকে বিজ্ঞাপনের কাজে দেখা যায়। টলিউডের নায়িকাদের মধ্যে সায়ন্তিকাকে এককথায় ফিটনেস ফ্রিক বলা চলে। হাজারো কাজের মাঝে শরীরচর্চা করতে ভোলেন না তিনি। সেই ছবি তিনি নিজেই স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেন নিয়মিত। বছর খানেক আগে অঙ্কুশের সঙ্গে ‘সেভিংস অ্যাকাউন্ট’ নামক ছবিতে একজন পুলিশের চরিত্রে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে।সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁকে ‘মহানায়ক’ সম্মান প্রদান করা হয়েছে। তবে সমাজমাধ্যমে এই নিয়ে তাঁকে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে, যদিও এই সব বিষয়কে নায়িকা গুরুত্ব দিতে নারাজ।
এই মুহূর্তে বাংলাদেশে ছবির শ্যুটিংয়ের কিছু মুহূর্ত নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সায়ন্তিকা। সেখানে অবশ্য বাংলাদেশের নায়ক জাঈদ খানের সঙ্গে কলকাতার পরিচালক রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে। তবে এই ছবি পরিচালনার সঙ্গে রাজীব যুক্ত কি না, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এর আগে ইন্দা-বাংলা যৌথ উদ্যোগে ২০১৮ সালে বাংলাদেশের সুপারস্টার সাকিবের সঙ্গে ছবি করেছিলেন সায়ন্তিকা। সেই ছবির নাম ছিল ‘নকাব’। প্রসঙ্গত বাংলাদেশের জনগণের কাছে সায়ন্তিকা পরিচিত মুখ। তবে সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাজ করার কথা ছিল। শ্রাবন্তী ব্যস্ত থাকায় তিনি কাজ করেননি। তবে এই মুহূর্তে সায়ন্তিকা এই ছবির শ্যুটিংয়ের কাজে ব্যাস্ত। প্রসঙ্গত পরিচালক স্বপন সাহার হাত ধরেই সিনেমার মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেন সায়ন্তিকা। কলকাতার তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করলেও বেশ কিছুদিন তিনি সিনেমার থেকেও বেশি সময় দিচ্ছিলেন রাজনীতিতে। সেই কারণেই বাঁকুড়ায় জনগণের সঙ্গে বেশীরভাগ সময় কাটান নায়িকা। বাংলাদেশের এই ছবিতে বেশ গ্ল্যামারাস লুকেই দেখা যাচ্ছে সায়ন্তিকাকে। নেত্রী থেকে অভিনেত্রী… সব ভূমিকাতেই সমান উৎসাহ দেখাচ্ছেন সায়ন্তিকা। বাংলাদেশের পর কলকাতায় তাঁকে কত তাড়াতাড়ি বড় পর্দায় দেখা যায়, আপাতত সেই দিকেই নজর থাকবে।





