Sonar Kella Sequel: মুকুলের হাত ধরে এবার শুরু ‘সোনার কেল্লা’র সিকুয়্যেল, কীসের ‘সন্ধানে’ এবারের অভিযান?
Sonar Kella-Satyajit Roy: কুশল চক্রবর্তীর কথায়, "যে প্রথম ছবি সোনার কেল্লায় হিরো ছিল, সেই পরিচালনা করছে সিকুয়্যেলের"...

তিনি নিজেই বলেছেন, অন্যদের মতো তথাকথিত ‘শিশু শিল্পী’ তিনি ছিলেন না। যদিও বাংলা চলচ্চিত্র জগতে তাঁর চেয়ে সফল শিশু শিল্পী আর তৈরি হয়নি। যাঁকে এক তুড়িতে মানুষ মনে করে ফেলেন। তিনি সত্যজিৎ রায়ের প্রথম ফেলুদা ছবি ‘সোনার কেল্লা’র জাতিস্মর ৬ বছরের মুকুলের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি কুশল চক্রবর্তী। ছবিটি দেখেননি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই কঠিন। এবার সেই ছবিরই সিকুয়্যেল তৈরি করতে চলেছেন কুশল। এ ব্যাপারে তিনি অনুমতি পেয়েছেন সন্দীপ রায়ের থেকেও। ছবি সম্পর্কে TV9 বাংলাকে কী বললেন কুশল? ‘সোনার কেল্লা’র সিকুয়্যেলে গোয়েন্দা ফেলুদার চরিত্রে কে অভিনয় করছেন? TV9 বাংলাকে কুশল বলেছেন, “সোনার কেল্লার সিকুয়্যেলে ফেলুদা নেই। ছবির নাম ‘সোনার কেল্লার সন্ধানে: আ হান্ট আফটার ৪০ ইয়ার্স’… আমি পরিচালনা করছি।” কুশল চক্রবর্তীর কথায়, “যে প্রথম ছবি সোনার কেল্লায় হিরো ছিল, সেই পরিচালনা করছে সিকুয়্যেলের”…
শীতকালে ছবির শুটিং করার ইচ্ছে কুশলের। জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রযোজক পাননি। বলেছেন, “না, না। প্রযোজক পাইনি। অভিনেতা-অভিনেত্রী কারা-কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত ঠিক করিনি। এটুকু বলতে পারি, এই গল্প মুকুল এবং মুকুলের ছেলের। মুকুল আমাকেই করতে হবে। ওর ছেলের বয়স এখানে ১০-১২ রাখা হয়েছে। সত্যজিৎ রায়কে উৎসর্গ করছি এই ছবি।”
১৯৭১ সালে নিজেরই সৃষ্টি ফেলুদা গল্পের ‘সোনার কেল্লা’ কাহিনি অবলম্বনে ১৯৭৪ সালে ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সেই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (ফেলুদা), সন্তোষ দত্ত (জটায়ু), সিদ্ধার্থ চট্টোপাধ্যায় (তোপসে)। ছবিটি কুশল চক্রবর্তী অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। সেই ছবির সিকুয়্যেল নিয়ে কাজ শুরু করছেন কুশল। সত্যজিৎ রায়ের অনুরাগীদের জন্য এ এক দারুণ খবর।





