Soumitrisha Kundu: ‘শুটিং বন্ধ রাখার মানুষই নন’, জ্বর নিয়েই সেটে দেব, উত্তরবঙ্গে ‘প্রধান’ শুট নিয়ে কী বললেন সৌমিতৃষা
Inside Story: TV9 বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করলে প্রাথমিকভাবে কিছু বলতে চান না অভিনেত্রী। শুটিং সেটের তথ্য প্রকাশ্যে আনার পক্ষপাতী তিনি নন। যদিও 'দেব কেমন আছেন' প্রশ্ন করাতে উত্তর দিলেন অভিনেত্রী।

চলতি মাসেই শুরু হয়েছে দেব ও সৌমিতৃষা অভিনীত ছবি প্রধান-এর শুটিং। ছবির কাজ নিয়ে প্রথম থেকেই গোটা টিম বেজায় উৎসাহী, কলকাতায় কয়েকটি সিক্যোয়েন্স শুট করেই গোটা টিম পারি দিয়েছে উত্তরবঙ্গে। সেখান থেকেই খবর মিলেছিল, উত্তরবঙ্গে পৌঁছতেই জ্বরে কাবু দেব। তবে সত্যি কি কাবু? গোট টিমকে বসিয়ে কি তবে তিনি বিশ্রামে? না, শুটিং সেটে দেবকে কাবু করা এতটাও সহজ নয়। এবার তেমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন দেবের নতুন নায়িকা সৌমিতৃষা। সৌমিতৃষা কুণ্ডু দেব উত্তরবঙ্গে পৌঁছনোর একদিন পরে পৌঁছে ছিলেন উত্তরবঙ্গে।
TV9 বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করলে প্রাথমিকভাবে কিছু বলতে চান না অভিনেত্রী। শুটিং সেটের তথ্য প্রকাশ্যে আনার পক্ষপাতী তিনি নন। যদিও ‘দেব কেমন আছেন’ প্রশ্ন করাতে উত্তর দিলেন অভিনেত্রী। বললেন, ”আমি যেদিন পৌঁছলাম, শুনলাম তার আগের দিন থেকেই জ্ব। তবে শুটিং বন্ধ হয়নি একেবারেই। বরং আমি শুনেছিলাম আগেরদিন আনেক রাত পর্যন্ত শুটিং করেছেন উনি। এখন গায়ে-হাতে-পায়ে ব্যথা আছে, একটু দুর্বলও লাগে, ভাইরাল জ্বরে যেমনটা হয়। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই ১০০ ভোল্ট। এটা সত্যি শেখার। তাঁর জন্য কখনও কাউকে অপেক্ষা করতে হয় না, বসে থাকতে হয় না। সেখানে শুট বাতিল তো দূরের কথা।”
অন্যদিকে বর্ষার মরশুমে উত্তরবঙ্গে শুট। সেই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ”মাঝে মধ্যে বৃষ্টি আসছে। তখন থেমে যেতে হচ্ছে। একটু অপেক্ষা করতে হচ্ছে। হয়তো এখানে বৃষ্টি, এক-পা এগোলে বৃষ্টি নেই। ফলে আউটডোরে সমস্যা হচ্ছে একটু। এর বেশি কিছু নয়। বাকি সকলে এত ভাল, এত মজা করে কাজ হচ্ছে, এই টিমের অংশ হওয়াটা আমার কাছে ভাগ্যের। এখানে সকলে কাজটাই বোঝে, তার বাইরে আর কিছুই নয়।” সৌমির কথায়, আগামী ১৭-১৮ দিন উত্তরবঙ্গেই চলবে ছবির কাজ।
