AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gossip: টলিপাড়ায় নতুন ‘বিএফএফ’ শুভশ্রী-শ্রাবন্তী! উস্কে দিল মিমি-নুসরতের ‘পরিণতি’র স্মৃতি

Tolly Gossip: কথায় বলে নায়িকারা নাকি বন্ধু হন না, শুধু কথাতেই নয়, এর নিদর্শন আগেই দেখেছে বলিউড থেকে টলিউড। তবে এই সব যাবতীয় প্রচলিত কনসেপ্টকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে ইন্ডাস্ট্রির 'বোনুয়া' হয়ে উঠেছিলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী।

Gossip: টলিপাড়ায় নতুন 'বিএফএফ' শুভশ্রী-শ্রাবন্তী! উস্কে দিল মিমি-নুসরতের ‘পরিণতি’র স্মৃতি
টলিপাড়ায় নতুন 'বিএফএফ' শুভশ্রী-শ্রাবন্তী!
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 7:36 PM
Share

কথায় বলে নায়িকারা নাকি বন্ধু হন না, শুধু কথাতেই নয়, এর নিদর্শন আগেই দেখেছে বলিউড থেকে টলিউড। তবে এই সব যাবতীয় প্রচলিত কনসেপ্টকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে ইন্ডাস্ট্রির ‘বোনুয়া’ হয়ে উঠেছিলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। তবে দুই ‘বোনুয়া’র সেই রসায়ন যে আজ খানিক ফিকে সে কথা প্রায় সকলেরই জানা। তবে হালফিলে আরও দুই নায়িকার রসায়ন যেন উস্কে দিচ্ছে দুই বোনুয়ার সেই পুরনো কেমিস্ট্রিকেই। সেই একই বন্ধুত্ব, সেই একই টান… তবে চরিত্র দুটি আলাদা। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চক্রবর্তীর। একই আবাসনে বহু দিন থাকেন তাঁরা। আজ নয়, বহু দিন থেকেই…দু’জনের মধ্যে সদ্ভাব বজায় ছিল শুরু থেকেই।

তবে বর্তমানে শ্রাবন্তী যেন হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর ঘরের লোক। একসঙ্গে পার্টি হোক অথবা পুরী ভ্রমণ… সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। শুভশ্রী ছবি দেওয়া মাত্রই তাতে শ্রাবন্তীর কমেন্ট, ‘হটি’, পাল্টা জবাব দিচ্ছেন শুভশ্রীও। কিছু দিন আগেই ছিল ইউভান অর্থাৎ রাজ-শুভশ্রীর ছেলের জন্মদিন। সেখানে টলিপাড়ার যে গুটি কয়েক তারকাকে দেখা গিয়েছে তাঁর মধ্যে হাজির ছিলেন শ্রাবন্তী। এরকম উদাহরণ অজস্র রয়েছে। আর এতেই কার্যত সিঁদুরে মেঘ দেখছেন ওঁদের ভক্তরা। তাঁদের একটাই প্রশ্ন, “মিমি-নুসরতের পরিণতি হবে না তো?” যদিও সাতপাঁচ না ভেবে ওঁরা আছেন ওঁদের মতো। টলিপাড়ার এই নতুন বন্ধুত্ব কতদিন যায়, সে উত্তর যদিও লুকিয়ে রয়েছে সময়ের হাতে।