Srabanti Chatterjee: স্নান-পোশাকে শ্রাবন্তী, প্রকৃতির কোলে স্নিগ্ধ অভিনেত্রী

গত জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে শ্রাবন্তীর সঙ্গে থাকার আবেদন করে মামলা করেছিলেন রোশন সিং। তার জবাবেই বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

Srabanti Chatterjee: স্নান-পোশাকে শ্রাবন্তী, প্রকৃতির কোলে স্নিগ্ধ অভিনেত্রী
শ্রাবন্তী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 8:14 PM

বেড়াতে গিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কোথায়, কেউ জানে না। টলিপাড়ার গুঞ্জন, মালদ্বীপের পর তাঁর এবারের ডেস্টিনেশন দক্ষিণ ভারত। শ্রাবন্তীর ইনস্টা ঘাঁটলেই উঠে আসছে একের পর এক ছবি। এ বারের সফরে সঙ্গী হয়নি ছেলে ও তার প্রেমিকা। সঙ্গী কে? উঠে আসছে চর্চিত প্রেমিক অভিরূপের নাম। শ্রাবন্তী এবারও নিশ্চুপ।

তবে কখনও সবুজ ঘাসে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ আবার কখনও বা আয়েসে গা এলিয়ে দেওয়া প্রকৃতির কোলে বুঝিয়ে দিচ্ছে তিনি এনজয় করছেন। শনিবার আরও এক ছবি পোস্ট করেছেন তিনি। পরেছেন স্নান-পোশাক। বডি হাগিং কালো রঙের ওই পোশাকে তিনি স্নিগ্ধ। দুপাশে সারি সারি নারকেল গাছ সেই স্নিগ্ধতায় লাগিয়েছে আরামের পরশ। শ্রাবন্তী ছবি শেয়ার করে লিখেছেন, “হাল ছেড়ো না। এই পৃথিবী তোমার থেকে সেরা আশা করে।”

শ্রাবন্তী তৃতীয়বার বিয়ে করেছিলেন বিমান কর্মী রোশন সিংকে। সেই বিয়ে টেকেনি। বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন অভিনেত্রী। যদিও রোশন দাবি করেছিলেন, তিনি ডিভোর্সের নোটিসই পাননি। এ সবের মধ্যেই সংবাদমাধ্যমের কাছে শ্রাবন্তীর বিরুদ্ধে তাঁর নামে মিথ্যে রটানোর অভিযোগও এনেছিলেন রোশন।

গত জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে শ্রাবন্তীর সঙ্গে থাকার আবেদন করে মামলা করেছিলেন রোশন সিং। তার জবাবেই বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। এর পরে বেশ কয়েকবার শুনানির পর গত ১৬ সেপ্টেম্বর রোশন সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছেছে জবাব। আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশনের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন অভিনেত্রী।

জুন মাসে রোশনের করা পিটিশনে লেখা ছিল যে, ১২ এপ্রিল ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন রোশন। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। এই ঘটনার পর শিয়ালদহের ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দায়ের করেন রোশন। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গেই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে চান। তার মনে শ্রাবন্তীর জন্য কোনও তিক্ততা নেই, এমনটাই সে সময় জানিয়েছিলেন রোশন। যদিও পরবর্তীতে ঘনিষ্ঠ মহলে নানা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঠিক যেন চিত্রনাট্য, যার প্লট পরিবর্তিত হচ্ছে ক্রমশ।

আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন

আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস