Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোশনের সঙ্গে থাকতে চান না, ফের সেই সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?

গত বছর দুর্গাপুজোর সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী এবং রোশন। তবে ঝামেলা ভুলে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেছেন তিনি।

রোশনের সঙ্গে থাকতে চান না, ফের সেই সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2021 | 9:41 AM

পেশাদার জীবনের পাশাপাশি বরাবরই ব্যক্তি জীবনের জন্য শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ বার তার ব্যতিক্রম নয়। ভাঙনের মুখে তাঁর তৃতীয় বিয়ে। রোশনের সঙ্গে তিনি যে আর থাকতে চান না, পরোক্ষে তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে রোশন আদালতের মাধ্যমে জানিয়েছেন, তিনি থাকতে চান শ্রাবন্তীর সঙ্গেই। এ হেন টানাপোড়েনের মধ্যে ‘টাইমমেশিনের’ খোঁজে তিনি!

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ অভিনেত্রী। বিভিন্ন ইঙ্গিতবাহী পোস্টও করেন। এ বার নিজের একটি ছবি শেয়ার করলেন। পাহাড় ঘেরা কোনও এক জায়গায় হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে’।

কয়েকদিন আগের পোস্টে পাহাড়ে হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শ্রাবন্তী। তখন প্রশ্ন উঠেছিল, দিনভর কাজের চাপে কি পাহাড়ে বেড়াতে যেতে চাইছেন? পাহাড়েই কি খুঁজে পেতে চাইছেন, নতুন এনার্জি? নাকি পাহাড়ে বেড়াতে যাওয়ার স্মৃতিচারণ? ছুটি কাটিয়ে ফেরার পর যেমন মনকেমন লেগে থাকে, ঠিক যেমন বাড়ি ফেরার পর ফের শুরু হয়ে যায় পরের বারের প্ল্যান, এ তারই ইঙ্গিত?

ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। সেই নতুন বন্ধুর সঙ্গে ইতিমধ্যেই নাকি পাহাড়ে ছুটি কাটিয়েও এসেছেন। এই ছবি কি সেই স্মৃতিচারণ? নিজস্ব টাইম মেশিনে চড়ে সেই ছুটির দিনগুলোতেই কি ফিরতে চান তিনি? না! এর সরাসরি কোনও উত্তর দেননি অভিনেত্রী।

গত বছর দুর্গাপুজোর সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী এবং রোশন। তবে ঝামেলা ভুলে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেছেন তিনি।

রোশনের করা পিটিশনে লেখা আছে, ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন রোশন। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। এই ঘটনার পর শিয়ালদহের ফাস্টট্র্যাক কোর্টে মামলা দায়ের করেছেন রোশন। তিনি জানিয়েছেন, শ্রাবন্তীর সঙ্গেই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে চান। তার মনে শ্রাবন্তীর জন্য কোনও তিক্ততা নেই। যদিও শ্রাবন্তী এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন, দালের মেহেন্দির জন্য বিয়ে করেননি মিকা সিং!