Sreelekha Mitra: বাবাকে ছাড়া প্রথম পুজো, হয়নি নতুন শাড়িও! মন ভাল নেই শ্রীলেখার

এবার পুজোয় জামাও কেনেননি তিনি। সেলফি পোস্ট করেছেন ঠিকই। কিন্তু সেই হাসিমাখা মুখ উধাও। নিজেই লিখেছেন, শপিংয়ে বেরিয়েছিলেন মেয়ের জন্য জামা কিনতে।

Sreelekha Mitra: বাবাকে ছাড়া প্রথম পুজো, হয়নি নতুন শাড়িও! মন ভাল নেই শ্রীলেখার
শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 2:15 PM

বাবা নেই। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে মাথার উপর বটবৃক্ষের ছায়া সরে গিয়েছে হঠাৎ করেই। বাবা চলে গিয়েছেন। পুজোর আলো, আনন্দ, খুশির জোয়ারে মন খারাপ তাঁর। বাবার স্মৃতি আঁকড়ে কাটছে দিন। মাঝেমধ্যে নিজের অনুভূতি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার পুজোয় জামাও কেনেননি তিনি। সেলফি পোস্ট করেছেন ঠিকই। কিন্তু সেই হাসিমাখা মুখ উধাও। নিজেই লিখেছেন, শপিংয়ে বেরিয়েছিলেন মেয়ের জন্য জামা কিনতে। কিন্তু নিজের সাজ, না এবার পুজোয় সে গোছগাছ করেননি শ্রীলেখা।

প্রায় নো-মেকআপ লুকে নিজের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, “পুজোয় নতুন শাড়ি হয়নি তাই হয়তো এভাবেই দেখবো বা দেখবে। অবশ্য হলেও বা কী, যাবই বা কোথায়।” ওই একই সাজে আরও এক সেলফি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, “পূজোর সাজে ছবি না দিতে পারার জন্য দুঃখিত। হয়তো পারব পরে বা নাও পারতে পারি। তবু সবাইকে জানাই শুভ শারদীয়া।”

মাকে কয়েক বছর আগেই হারিয়েছিলেন শ্রীলেখা। এ বার চলে গেলেন বাবাও। কার্যত একা হয়ে পড়েছেন তিনি। দিন কয়েক আগেই মা, বাবার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার আইডল আমার মা, বাবা, আমার সব কিছু, আমি হারিয়ে ফেললাম।’ কখনও বা বাবার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে শ্রীলেখার আকুতি, ‘আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা, আমি তো পারছি না বাবা, আমায় নিয়ে যাও।’
মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।

আরও পড়ুন, Durga Puja 2021: দুর্গাপুজো আমার জীবনের অনেক কিছুরই প্রথম: সৌরভ সাহা

আরও পড়ুন, Neha Dhupia: পুত্র সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন নেহা