Sreelekha Mitra: মুম্বইগামী বিমানে বিরল অভিজ্ঞতার শিকার শ্রীলেখা মিত্র; বললেন, ‘আমি অল্পেতেই…’
Tollywood: বিমানকর্মী, যেমন বিমান সেবিকা (পড়ুন এয়ার হোস্ট্রেস), ক্রু, পাইলটদের প্রতিনিয়তই সেলেব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ ঘটে। কখনও রাজনীতিক, কখনও খেলোয়াড়, তো কখনও সিনেমার তারকা। তাঁদের কাছ থেকে দেখার এবং আলাপের সৌভাগ্য ঘটে। কোনও-কোনও সময় সাক্ষাৎ মধুর হয়। সেই রকমই এক মধুর সাক্ষাতের অভিজ্ঞতা হয়েছে এক বেসরকারি বিমানের কর্মীদের।
মুম্বইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবারই তিনি পৌঁছেছেন টিনসেল টাউনে। এবং বিমানে তাঁর বিরল অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন নেটিজ়েনদের সঙ্গে। কী সেই অভিজ্ঞতা?
বিমানকর্মী, যেমন বিমান সেবিকা (পড়ুন এয়ার হোস্ট্রেস), ক্রু, পাইলটদের প্রতিনিয়তই সেলেব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ ঘটে। কখনও রাজনীতিক, কখনও খেলোয়াড়, তো কখনও সিনেমার তারকা। তাঁদের কাছ থেকে দেখার এবং আলাপের সৌভাগ্য ঘটে। কোনও-কোনও সময় সাক্ষাৎ মধুর হয়। সেই রকমই এক মধুর সাক্ষাতের অভিজ্ঞতা হয়েছে এক বেসরকারি বিমানের কর্মীদের।
মুম্বইয়ে যাওয়ার সময় সেই বেসরকারি বিমানে উঠেছিলেন শ্রীলেখা। সেই বিমানের সেবিকারা ছিলেন ফ্লোরিয়ানা, ইশিকা, সাইনি এবং নিশিতা। শ্রীলেখার সান্নিধ্য পেয়ে তাঁরা এতটাই আপ্লুত যে, বিমান মুম্বইয়ের মাটি ছোঁয়ার ঠিক আগে অভিনেত্রীর কাছে একটি বার্তা পৌঁছেছেন তাঁরা। শ্রীলেখাকে উদ্দেশ্য করে একটি টিস্যু পেপারে লিখেছেন কিছু কথা। সাইনি, ফ্লোরিয়ানারা লিখেছেন, “আমাদের বিমানে আপনাকে আমরা পেয়ে ভীষণই আনন্দিত। আবার যেন শীঘ্রই আপনার দেখা পাই।” চিঠির শেষে তাঁদের নাম লিখে ফ্লাইটের নম্বরও লিখেছেন চার বিমান সেবিকা।
সেই চিঠি যত্ন সহকারে মুম্বই পর্যন্ত নিয়ে এসেছেন শ্রীলেখা এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আমার মুম্বইগামী বিমানে একটি মিষ্টি বাঙালি মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল। সেই মেয়েটির নাম সাইনি। তিনি এবং তাঁর বান্ধবীরা আমাকে একটি উপহার দিয়েছেন, সঙ্গে কিছু গুডিও। বিমানে এই প্রথম এমন কিছুর অভিজ্ঞতা হল। এই উপহার আমি যত্ন সহকারে রেখে দেব। আমি অল্পেতেই খুশি হয়ে যাই। ধন্যবাদ…”
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। মুম্বইয়ে অল্প জোগারে লক্ষ্মী পুজো সেরেছেন অভিনেত্রী।