Srijit Mukherji: দর্শকের এত ভাল প্রতিক্রিয়া! আমি আপ্লুত, তবে আক্ষেপ একটাই: সৃজিত মুখোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 13, 2022 | 12:37 AM

মাসাই মারার বুকে হাতি, হায়না, গন্ডারের সমাগম, এ ছবির নয়ানাভিরাম দৃশ্য নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা। তবে তারই মধ্যে ভেসে এসেছে কটাক্ষ। যদিও সিনেমা হলে 'ফুটফল' দেখে আপ্লুত পরিচালক।

Srijit Mukherji: দর্শকের এত ভাল প্রতিক্রিয়া! আমি আপ্লুত, তবে আক্ষেপ একটাই: সৃজিত মুখোপাধ্যায়
কাকাবাবু ও পরিচালক।

Follow Us

অমিতাভ বচ্চন টুইট করে শুভকামনা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বহুদিন পর বাংলায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ঘিরে দর্শকমহলে উন্মাদনাও কিছু কম ছিল না। তবে এরই কোভিডের তৃতীয় ঢেউয়ের চোখরাঙানিও ভয় জাগিয়েছিল খোদ পরিচালকের মনেও। তবে ছবি মুক্তির পর ফলাফল জানাচ্ছে, কাকাবাবুর প্রত্যাবর্তনের পাশাপাশি দর্শকও হলে ফিরেছেন এই ছবির কাঁধে ভর করেই। বক্স অফিসের অঙ্ক বলছে,  তিন দিনে এক কোটি পার হয়েছে রাজা রায় চৌধুরীদের। ভয়-ভাল লাগা-প্রতিযোগিতা এই সব নিয়েই টিভিনাইন বাংলায় মুখ খুললেন পরিচালক।

তাঁর কথায়, “তিন দিনে এক কোটির উপর ব্যবসা, আমি অভিভূত, সত্যি কথা বলতে কেমন পারফর্ম করবে তা নিয়ে সন্দেহ তো আমারও ছিল। এই অবস্থায় কেমন রেসপন্স হবে তা নিয়ে আমিও চিন্তিত ছিলাম। তবে তা সত্ত্বেও এই কয়দিনে টিকিট বিক্রির টোটাল ফিগার যা দেখা গিয়েছে কোভিড পরিস্থিতিতে তা রীতিমতো এনকারেজিং। মানুষ হলে না ফিরলে এই পরিসংখ্যানটি সম্ভব হত না।”

মাসাই মারার বুকে হাতি, হায়না, গন্ডারের সমাগম, এ ছবির নয়ানাভিরাম দৃশ্য নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা।  সিনেমা হলে ‘ফুটফল’ দেখে আপ্লুত পরিচালকও। সপ্তাহান্তে যেভাবে টিকিট বুকের অ্যাপ জানান দিচ্ছে ‘ফাস্ট ফিলিং’ তা পরিচালককে স্বস্তি দিচ্ছে নিঃসন্দেহে। তবে এত কিছুর মধ্যেও একটা আক্ষেপ তাঁর রয়েছেই। বললেন, “একটাই আক্ষেপ। এই সময়েই এত ভাল রেসপন্স। বোঝাই যাচ্ছে পুজো বা ক্রিস্টমাসে মুক্তি মেলে কী মারাত্মক ফুটফল পেতে পারতাম।”

অতিমারি তখনও শুরু হয়নি ২০২০-র গোড়াতে মার্চের মাঝামাঝি  বিদেশ থেকে শুট শেষ করে ফিরেছিল কাকাবাবুর দল। ফিরেই অবশ্য নিভৃতবাসে থাকতে হয়েছিল তাঁদের বেশ কিছু দিন। তারপর কেটেছে প্রায় দু’বছর। মুক্তির তারিখ বারেবারে ঘোষিত হয়েও তা পিছিয়েছে। কখনও বা স্থগিত হয়েছে। অবশেষে মুক্তি, তাই আক্ষেপের মধ্যেও আশার আলো দেখছেন সৃজিত। তাঁর কথায়, “যেহেতু বাজেটের ৯৫ শতাংশ যেহেতু স্যাটেলাইট চুক্তি থেকে উঠে যাচ্ছে তাই আর দেরি করাও ঠিক হচ্ছিল না। যা সিদ্ধান্ত প্রযোজকরা নিয়েছেন মোটের উপর ভালই”। কাকাবাবুর মুক্তির দিনেই মুক্তি পেয়েছে আরও এক ছবি ‘বাবা বেবি ও’। ইন্ডাস্ট্রিতে এক যুগ কাটানোর পরেও কি সৃজিত মুখোপাধ্যায়ের হৃদয়ে হয় প্রতিযোগিতার উথালপাথাল? হাল্কা হেসে তাঁর উত্তর, “একেবারেই না। প্রত্যেকের নিজের জায়গা রয়েছে, নিজস্ব দর্শক রয়েছে। এই মুহূর্তে দর্শকের বাংলা ছবি দেখতে আবার হলে ফেরাটাই সবচেয়ে বড় খবর। আর সেটাই তো হয়েছে।”

আরও পড়ুন: Deepika Padukone-Gehraiyaan: ‘গেহরাইয়াঁ’তে অভিনয় করেছেন দীপিকার বোন অনিশাও! তাঁকে স্পট করলেন অনুরাগীরাই

 

Next Article