Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: অন্তঃসত্ত্বা শুভশ্রীও পেলেন না ছাড়, পার্টির ছবি দিতেই শুনতে হল এই সব!

Tolly Gossip: আর কিছু দিন পরেই মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুখে চোখে দীপ্তি। বেশ ভাল মেজাজেই আছেন তিনি। চুটিয়ে মজা করছেন সকলের সঙ্গে। তবে এরই মধ্যে এমন ট্রোলিংয়ের মুখে নায়িকাকে পড়তে হল যা হয়তো তিনি নিজেও ভাবেননি। তাঁর গার্লফ্রেন্ডসদের সঙ্গে শুভশ্রী গিয়েছিলেন পার্টি করতে।

Tolly Gossip: অন্তঃসত্ত্বা শুভশ্রীও পেলেন না ছাড়, পার্টির ছবি দিতেই শুনতে হল এই সব!
'গার্লফ্রেন্ডস'দের দঙ্গে পার্টির ছবি দিতেই শুনতে হল এই সব!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:50 PM

আর কিছু দিন পরেই মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুখে চোখে দীপ্তি। বেশ ভাল মেজাজেই আছেন তিনি। চুটিয়ে মজা করছেন সকলের সঙ্গে। তবে এরই মধ্যে এমন ট্রোলিংয়ের মুখে নায়িকাকে পড়তে হল যা হয়তো তিনি নিজেও ভাবেননি। তাঁর গার্লফ্রেন্ডসদের সঙ্গে শুভশ্রী গিয়েছিলেন পার্টি করতে। ‘মাই গার্লস’ ক্যাপশন লিখে সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে পরিবর্তে পেলেন কী? কুৎসিত সব মন্তব্যের ভরল তাঁর সামাজিক মাধ্যমের কমেন্ট বক্স। অফশোল্ডার পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। তাতে কেউ লিখলেন, “ছাপড়ি লাগছে’ আবার কেউ বা ওজন বৃদ্ধি নিয়ে করলেন বিস্তর সমালোচনা।

সে যাই হোক, ট্রোলিংকে আর কবেই বা পাত্তা দিয়েছিলেন নায়িকা। তিনি বাঁচেন নিজের শর্তে। এই মুহূর্তে বেশ ভালভাবেই জীবন উপভোগ করছেন তিনি। নিজের মতো দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত। রাজ চক্রবর্তীও সময় দিচ্ছেন তাঁকে। ব্যস্ততার মধ্যেই বাইরে খেতে যাচ্ছেন, বই পড়ছেন, নিজেকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছেন। শুভশ্রীকে যারা ভালবাসেন, তাঁরাও কিন্তু পাশেই আছেন তাঁর। সব মিলিয়ে সময়টা পুরোপুরি উপভোগ করছেন তিনি। আগামী ডিসেম্বরে মা হবেন নায়িকা। আপাতত কাজ থেকে খানিক বিরতি তাঁর। প্রেগন্যান্সি নিয়ে এর আগে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ চক্রবর্তী। জানিয়েছিলেন, তাঁদের এই জার্নি মোটেও আনপ্ল্যান্ড নয়, বরং ইচ্ছে ছিল শুরু থেকেই। সেই ইচ্ছে অবশেষে পেয়েছে পূর্ণতা।