Subhashree Ganguly: প্রতি ছবিতে হাঁ-মুখ শুভশ্রীর, নজর পড়তেই ‘সার্জারি’র অভিযোগ!

Subhashree Ganguly: সম্প্রতি তাঁর প্রযোজিত সিরিজ 'আবার প্রলয়'-এর সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন শুভশ্রী। স্পোর্টস শু আর শট ড্রেসে লাইমলাইটে ছিল তাঁরই ফ্যাশন।

Subhashree Ganguly: প্রতি ছবিতে হাঁ-মুখ শুভশ্রীর, নজর পড়তেই 'সার্জারি'র অভিযোগ!
শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 5:06 PM

মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। যদিও প্রযোজনার কাজ চলছে রমরমিয়ে। সম্প্রতি তাঁর প্রযোজিত সিরিজ ‘আবার প্রলয়’-এর সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন শুভশ্রী। স্পোর্টস শু আর শট ড্রেসে লাইমলাইটে ছিল তাঁরই ফ্যাশন। তবে পার্টি থেকে ছবি দিতেই ট্রোলের মুখোমুখি হতে হল তাঁকে। কারণ একটা, ‘শুভশ্রীর হাঁ মুখ’! যে কয়টি ছবি শেয়ার করেছেন শুভশ্রী, তার প্রায় প্রত্যেকটিতেই যে তাঁর মুখ খোলা রয়েছে, তা নজর এড়ায়নি ভক্তদের। এর পরেই তাঁদের প্রশ্ন, “সব সময় এরকম মুখ হাঁ করে ছবি তোলেন কেন?” অনেকেই আমার কমেন্ট বক্সে লিখেছেন শুভশ্রী লিফ ফিলার করিয়েছেন। আর সেই কারণেই নাকি ঠোঁট কিছুতেই বন্ধ করতে পারেন না তিনি। তবে এই সব কটাক্ষে বিন্দুমাত্র বিচলিত নন নায়িকা। কিছু দিন আগেই প্রেগন্যান্ট অবস্থায় এক রিয়ালিটি শো’র বিচারকের ভূমিকা পালন করায় তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। সে সময় জবাব দিয়েছিলেন টলিপাড়ার এই প্রথম সারির নায়িকা। জানিয়েছিলেন, প্রেগন্যান্সি কোনও অসুস্থতা নয়। তিনি অন্তঃসত্ত্বা, রুগী নন।

প্রসঙ্গত, টলিপাড়ায় নায়িকাদের লিফ ফিলারের অভিযোগ কিন্তু নতুন নয়। এর আগে নুসরত জাহানসহ অনেক নায়িকার ক্ষেত্রেই উঠেছে এ হেন অভিযোগ। নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য ও ঠোঁটকে পুরু যাতে দেখতে লাগে সে কারণে বলিউডেও বহু নায়িকাও এই পন্থার সম্মুখীন হন। সে কথা সকলেরই জানা। যদিও হাতেগোনা কয়েকজনই তা প্রকাশ্যে স্বীকার করেছেন।