Subhashree Ganguly: প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশে মালদ্বীপ থেকে শুভশ্রীর বার্তা
বিকিনি পরে, চুলে সি বিচ স্পেশ্যাল ফুল গুঁজে ফোটো আপলোড করেছেন শুভশ্রী।
চারদিকে স্বচ্ছ নীল জল। হোটেলের প্রাইভেট পুল শেষ হচ্ছে। তারপরই সমুদ্র। এমন পুলে আরাম করার মজা নিতে চান অনেকেই। যেমন এই মুহূর্তে নিচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
স্বামী ও পুত্র ইউভানকে নিয়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন শুভশ্রী। কিছুদিন আগেই পুরী বেড়াতে গিয়েছিলেন। পুরী থেকে ফিরেই মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ইউভানের এটা প্রথম আন্তর্জাতিক ট্রিপ। বেড়ানোর প্রতি মুহূর্তের ছবি তাঁরা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
শুক্রবারই ইউভানকে কোলে নিয়ে বিচে হাঁটছিলেন শুভশ্রী। তার আগে পুলের ছবি পোস্ট করেছেন। রাজ-শুভশ্রীর পি ডি এ ছবিও আমরা দেখেছি। এবার শুভশ্রী পোস্ট করছেন তাঁদের ‘ফুড ইন পুল’ ছবি। এক্কেবারে রিল্যাক্স মোডে অভিনেত্রী। বিকিনি পরে, চুলে সি বিচ স্পেশ্যাল ফুল গুঁজে ফোটো আপলোড করেছেন।
সামনে একটা বিশাল বাস্কেট ভাসছে। তাতে অনেক খাবার। অপরদিকে অবশ্যই রাজও পুলে। পানীয়র গ্লাসে চুমুক দিতে দিতে কাটাচ্ছেন অবসর। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “ভালবাসায় কাটানো জীবন কখনও ফ্যাকাশে হয় না।”
View this post on Instagram
কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরুদায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে জবাব দিয়েছেন নায়িকা।
মালদ্বীপ এখন তারকাদের প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা। প্রথমে বলি তারকাদেরই বেশি দেখা যেত সেখানে। এখন দেখা যায় টলি সেলেবদেরও। কয়েক মাস আগে গিয়েছিলেন দেব-রুক্মিণী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার গেলেন পুত্র সহ রাজ-শুভশ্রী। সাম্প্রতিক কালে রণবীর-আলিয়া, পরিণীতি চোপড়া, রুবিনা-অভিনব, দিশা-রাহুলও ঘুরে এলেন মালদ্বীপ থেকে।
আরও পড়ুন: Mimi Chakraborty: মিমি করলেন ছবি পোস্ট, ভালবাসলেন দেবের ফ্যান
আরও পড়ুন: Monami Ghosh: অনেকদিন পর শরীরে কাঁটা দিল মনামীর, কী এমন হল?