Ankush Hazra: সেলফি পোস্ট করতেই অঙ্কুশকে ‘বাচ্চা বাঁদর’ ট্যাগ দিলেন শুভশ্রী!

অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যয়। ইন্ডাস্ট্রিতে তাঁরা সহকর্মী, দীর্ঘদিনের বন্ধুও বটে। চলতে থাকে খুনসুটি, আড্ডা।

Ankush Hazra: সেলফি পোস্ট করতেই অঙ্কুশকে 'বাচ্চা বাঁদর' ট্যাগ দিলেন শুভশ্রী!
শুভশ্রী-অঙ্কুশ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 8:34 PM

ঘটা করে সেলফি পোস্ট করেছিলেন অঙ্কুশ হাজরা। ব্যাকগ্রাউন্ডে সুদৃশ্য হাইরাউজ। রয়েছে মাথা উঁচু করা কলকারা নগরী। ছবি পোস্ট করতেই তাতে একের পর এক লাইক, কমেন্ট। কেউ লিখছেন, ‘দাদা তুমি হিরো’। আর কেউ বার আবার লিখছেন, “এই ছবির জন্যই অপেক্ষা করছিলাম অঙ্কুশ”। তবে এ সবের মধ্যেই এ কী! ওই ছবি দেখেই অঙ্কুশকে সরাসরি বাঁদর ট্যাগ দিয়ে দিলেন শুভশ্রী।

অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যয়। ইন্ডাস্ট্রিতে তাঁরা সহকর্মী, দীর্ঘদিনের বন্ধুও বটে। চলতে থাকে খুনসুটি, আড্ডা। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনেও সেই মস্করারই ঝলক দেখা গেল এই বার। অঙ্কুশের ছবির কমেন্ট সেকশনে শুভশ্রীকে লিখেই ফেললেন, ‘পুরো বাচ্চা বাঁদর’। সেলেব তাতে কী? বন্ধু বলে কথা। অবশ্য অঙ্কুশ ফ্যানরা অল্প অসন্তুষ্ট শুভশ্রীর উপর। হলেই বা বন্ধু, প্রিয় নায়ককে বাঁদর ট্যাগে কেউ কেউ আবার নায়িকাকে শুনিয়েও দিয়েছেন দু’কথা। তবে মজা পেয়েছেন অধিকাংশ। ইনস্টা ব্যান্টার বোধহয় একেই বলে।

অঙ্কুশ-শুভশ্রী জুটির জনপ্রিয় ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’। এর পর একটা বিরতি। যদিও বহু বছর পর আরও একটি ছবিতে কাজ করছেন তাঁরা। ছবিটির বিষয় ‘সুপার ন্যাচারাল থ্রিলার’। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। পরিচালনায় বাবা যাদব।

এরই পাশাপাশি প্রেমেন্দু বিকাশ চাকীর আগামী ছবিতে রিয়েল লাইফ পার্টনার ঐন্দ্রিলার সঙ্গে কাজ করছেন অঙ্কুশ। শনিবার ছিল সেই ছবির শেষ শুটিং। ম্যাজিকের পর আবারও ঐন্দ্রিলা-অঙ্কুশ এক সঙ্গে। তা বাদেও হাতে বেশ কিছু কাজ রয়েছে অঙ্কুশের। কিছু আলোচনার পর্যায়ে। আবার কিছু ইতিমধ্যেই ফিক্সড। এরই মধ্যে ঘুরে ফিরে আসছে তাঁর ও ঐন্দ্রিলার সাতপাকে বাঁধা পড়ার খবর। যদিও তাঁদের বিয়ে নিয়ে সাসপেন্স সযত্নে লালন করছেন টলিপাড়ার জনপ্রিয় ওই জুটি।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন- Indrani Halder: শ্রীময়ীকে দেখে হিংসে হয়, ওঁর মতো আমারও যদি এক রোহিত সেন থাকত: ইন্দ্রাণী হালদার