Subhashree Ganguli: সন্তান জন্মের আগের মুহূর্তে হঠাৎ কোন কাজে ব্যস্ত শুভশ্রী

Subhashree Ganguly: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই জুটি। সেই সুবাদেই তাঁদের প্রতিটা খবরেই নজর থাকে ভক্তদের। তবে গত কয়েকদিন ধরে শুভশ্রী বাড়িতেই কাটাচ্ছিলেন সময়। কারণ হাতে আর সময় নেই। শেষ মুহূর্তে খানিকটা বিশ্রাম। তবে সত্যি কি বিশ্রাম নেওয়া হল?

Subhashree Ganguli: সন্তান জন্মের আগের মুহূর্তে হঠাৎ কোন কাজে ব্যস্ত শুভশ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:14 AM

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলতি মাসেই সুখবর পাওয়ার কথা। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ফলে দুই স্টারের মধ্যেই এখন উত্তেজনার পারদ তুঙ্গে। ইউভান জন্মের সময় শুভশ্রী যেমন পুরো সময়টাই বাড়িতে কাটিয়েছিলেন, এবার তেমনটা হল না। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শুটিং সেটে ব্যস্ত, করেছেন পার্টি, সেলিব্রেশন। পাশাপাশি কখনও কখনও নজরে এসেছে তাঁর ও রাজের আদুরে মুহূর্তের ছবি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই জুটি। সেই সুবাদেই তাঁদের প্রতিটা খবরেই নজর থাকে ভক্তদের। তবে গত কয়েকদিন ধরে শুভশ্রী বাড়িতেই কাটাচ্ছিলেন সময়। কারণ হাতে আর সময় নেই। শেষ মুহূর্তে খানিকটা বিশ্রাম। তবে সত্যি কি বিশ্রাম নেওয়া হল? শেষ মুর্তেও ব্যস্ততা উঠল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানালেন তিনি।

সুখবর আসল বলে। তারই মাঝে কাজে ফিরলেন শুভশ্রী। মেকআপ করার ছবি শেয়ার করে সকলকে লাগালেন তাক। সেখানেই লিখলেন, সন্তান জন্মের আগের মুহূর্তে হঠাৎ কাজ। শুভশ্রী এবার পুরো সময়টাই কাজের মধ্যেই কাটালেন। প্রথম থেকেই তাঁকে কাজের মধ্যেই থাকতে দেখা গিয়েছে। কয়েকদিন আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নয় মাসের সাধ দিয়েছেন তাঁর পরিবার। সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। অন্যদিকে ডান্স বাংলা ডান্স শুটিং সেটেও তিনি সাধগ্রহণ করেছেন। শুভশ্রী এখন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। হাতে একের পর এক প্রজেক্ট। আর এই ব্যস্ততার মাঝেই এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় সুখবরের অপেক্ষায়। আর কয়েকদিনের মধ্যেই কোল আলো করে আসতে চলেছে সন্তান। ইউভানের বয়স এখন তিন, এবার তার খেলার সঙ্গী আসার পালা। শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় তাই সকলেরই চোখ আটকে এখন। কখন মেলে নতুন অতিথির খবর।